খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে “মানবজমিন” যার মুখ্য ভূমিকায় অভিনয় করবেন পরমব্রত এবং প্রিয়াঙ্কা। এছাড়াও দেখা মিলবে সৃজিত মুখোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ। প্রথমবার শ্রীজাত (Srijato Banerjee) পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করবে এই ছবির মধ্যে দিয়ে। আপাতত সেই নিয়েই উৎসাহিত তিনি। ক্যামেরার সামনে প্রথমবার এলেন দূর্বা।
সেখানে আনন্দবাজার অনলাইনের তরফে তাদের রসায়ন নিয়ে আড্ডায় মাতেন তারা। সেখানেই প্রশ্ন করা হয় বউ দূর্বা যদি কারও প্রেমে পড়েন কী করবেন শ্রীজাত (Srijato Banerjee)। শ্রীজাত খুব ঠাণ্ডা মাথায় উত্তর দিলেন।
তিনি বললেন, ‘প্রেমে পড়লে তো ভালো। বুঝব ওর মধ্যে সেই সজীবতাটা আছে। মানুষ তো প্রেমে পড়বেই। নাহলে বুঝতে হবে মরে গিয়েছে। তার মনটা নেই কোথাও। কোনও নতুনের প্রতি যদি আগ্রহ তৈরি না হয়। প্রেমে পড়া মানে তো এই না শিকড় ছেড়ে ঘুড়ির মতো উড়ে যেতে হবে তা নয়। প্রেম তো আসতেই হবে জীবনে। যদি কারও জীবনে প্রেম না আসে আমি বুঝব তাঁর জীবনে রোদ-জল ঢুকছে না। বা সে নিজেকে আটকে রেখেছে।’
পাশ থেকে দূর্বা বলে ওঠেন, ‘আমার পক্ষে সিরিয়াস প্রেমে পড়া সম্ভবও নয়। আমার বন্ধুরাও এটা নিয়ে মজা করে। আমার প্রেমে পড়লেই শ্রীজাতর কবিতাই তো মাথায় আসে। আর ওখানেই শেষ।’
এরই সঙ্গে দূর্বা আরো বলেন, ‘আসলে জীবনে অনেকগুলো কম্পার্টমেন্টস আছে। প্রেম থাক-বন্ধুত্ব থাক। পারস্পরিক বোঝাপড়া আর শ্রদ্ধা থাকলে বাকিগুলো নিজের মতো থেকে যায়।’
আরো পড়ুন: Abhishek Banerjee: ‘শরীর ভালো না, কয়েকদিন বিশ্রাম নাও’, অভিষেককে পরামর্শ মমতার
Image source-Google