এবার লাখ লাখ টাকার প্রতারণা,বাঁকুড়া থেকে গ্রেফতার ভুয়ো সিবিআই (CBI) অফিসার।তাবড় তাবড় নেতাদের ধরে সিবিআইরা যেখানে জেলবন্দী করছেন!সেখানে ভুয়ো সিবিআই সেজে টাকা প্রতারণা করার অভিযোগ উঠলো এবার জেলা বাঁকুড়াতে।সিবিআই আধিকারিক পরিচয় দিয়ে দফায় দফায় এক শিক্ষকের কাছ থেকে ৩৩ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ উঠলো শুভজিত্‍ বারুই নামে এক যুবকের বিরুদ্ধে।ধৃত অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছর ডিসেম্বর মাসে বাঁকুড়ার খাতড়া থানায় শুভজিতের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন কবিতা মণ্ডল নামে এক মহিলা। কবিতার দাবি, নিজেকে সিবিআই আধিকারিক হিসাবে পরিচয় দিয়ে শুভজিত্‍ তাঁর স্বামী দিলীপকুমার মণ্ডলের থেকে দফায় দফায় মোট ৩৩ লক্ষ টাকা নিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করে খাতড়া থানার পুলিশ। তদন্তকারীরা জানতে পারেন অন্য একটি মামলায় অভিযুক্ত হয়ে দমদম সংশোধনাগারে রয়েছেন শুভজিত্‍। এর পর আদালতে আবেদন জানিয়ে আবার তাঁকে গ্রেফতার করে পুলিশ।

বুধবার খাতড়া মহকুমা আদালতে হাজির করানো হয় অভিযুক্তকে।আদালত অভিযুক্তকে ৫ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

 

আরো পড়ুন:Purba Bardhaman:বৃহন্নলা সেজে টাকা তুলতে গিয়ে বৃহন্নলাদের হাতেই পাকড়াও যুবক