শুক্রবার সকালে ট্রায়াল রান হল নতুন ‘বন্দে ভারতে’র (Vande Bharat Express)। এদিন সকাল ৬টা ১০মিনিটে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স থেকে ট্রেনটি ছাড়ে এবং এটি পুরী পৌঁছবে দুপুর ১২টা ৩৫-এ, অর্থাৎ সময় লাগবে মাত্র ৬ ঘণ্টা ২৫ মিনিট। আবার, দুপুর ১টা ৫০ মিনিটে পুরী থেকে হাওড়ার উদ্দেশে রওনা দেবে এই ট্রেনটি এবং রাত সাড়ে ৮ টায় পৌঁছবে হাওড়া। জানা গিয়েছে, সব ঠিকঠাক থাকলে ১৬ কোচের এই বন্দে ভারত মে মাস থেকেই যাত্রী পরিষেবা শুরু করতে পারবে।

রেল সূত্রে খবর, হাওড়া থেকে পুরীর মাঝে খড়গপুর-সহ মোট ৬টি স্টেশনে দু’মিনিটের জন্য দাঁড়াবে এই ট্রেনটি।

উল্লেখ্য, হাওড়া-পুরী ও হাওড়া-রাঁচী রুটে বন্দে ভারত চালানোর বিষয়ে আগ্রহের কথা বোর্ডকে আগেই জানিয়েছিল দক্ষিণ-পূর্ব রেল। এমনিতেই হাওড়া-পুরী রুটের যাত্রী বেশি। তাই রেললাইনের সমস্যাও সেক্ষেত্রে খুব বেশি অন্তরায় হয়ে উঠবে না। তীর্থক্ষেত্র ও পর্যটনের নিরিখে পুরীর গুরুত্ব অনেকটাই বেশি। আর সে কারণেই দুই বিভাগের জন্য ১৬ কোচের পূর্ণাঙ্গ ‘বন্দে ভারত’ বরাদ্দ করা হল, যার ‘ট্রায়াল রান’ হল আজ।

 

আরো পড়ুন:Recipe: দই দিয়ে বানিয়ে নিন স্বাস্থ্যকর কাটলেট