রাজ‍্য সরকারের কোষাগার থেকে বেতনপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী, শিক্ষক-শিক্ষাকর্মীদের যৌথ মঞ্চের আহ্বানে ২৭শে এপ্রিল সারা রাজ‍্যের সাথে সাথে বাঁকুড়া (Bankura) মহকুমা থেকে নয় দফা দাবিতে শুরু হল ভেইকেল জাঠা। যা চলবে ২৮ শে এপ্রিল পর্যন্ত।

এদিনের ভেইকেল জাঠা বাঁকুড়া সদর থেকে শুরু করে ছাতনা, শালতোড়া, মেজিয়া, বড়জোড়া, বেলিয়াতোড়, রামহরিপুর, গঙ্গাজলঘাটী, কাঞ্চনপুর হয়ে বাঁকুড়ার খাতড়া থেকে রাণীবাঁধ, মটগোদা, রাইপুর, সারেঙ্গা, পি মোড়, সিমলাপাল, তালডাংরা, হাতিরামপুর হয়ে ওই একদিনেই বিষ্ণুপুর থেকে জয়পুর, কোতুলপুর, ইন্দাস, পাত্রসায়ের, সোনামুখী, রাধানগর পৌঁছাবে।

এদিন জাঠাগুলিকে সংবর্ধনা জানান এবং তাঁদের দাবিগুলির সমর্থনে সংক্ষিপ্ত সভা করেন ব্লক স্তরের যৌথ মঞ্চের সংগ্রামী বন্ধুরা ও কৃষক নেতৃবৃন্দ। আগামী ২৮ শে এপ্রিল দুপুর ২টো থেকে রাত ৮ টা পর্যন্ত এডওয়ার্ড মেমোরিয়াল হলের পাশে পালিত হবে এই কর্মসূচি। দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে বলেই জানা গেছে।

 

আরো পড়ুন:TET:টেট চাকরি প্রার্থী অরুণিমার চিঠিতে কলকাতা পুলিশের রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের