অমাবস্যার ভরা কোটালে সুন্দরী দিঘা (Digha) ভাসল জলে! জলমগ্ন হয়ে পড়ল সমুদ্র শহরের রাস্তাঘাটও। বুধবার রাতে সমুদ্রের জল ফুলে-ফেঁপে জলোচ্ছ্বাস দেখা দেয়। অমাবস্যার কোটালের কারণে দিঘার সমুদ্রের এক অন্য চেহারার দেখা মিলল পর্যটকদের কাছে।

এদিন রাতে দিঘার সমুদ্রের ঢেউ এসে আছড়ে পড়েছে রাস্তার ওপর। সেই দৃশ্য ক্যামেরাবন্দী করতে ব্যস্ত ছিলেন পর্যটকরা।

মূলত,গরমের প্রভাবে বিগত কয়েকদিনে তেমন কোনো জলোচ্ছ্বাসের সমারহ দেখার আনন্দ জোটেনি পর্যটকদের ভাগ্যে, কিন্তু বুধবার রাতের দীঘার সমুদ্রে হঠাত্‍ প্রবল জলোচ্ছ্বাসে মুগ্ধ পর্যটকেরা।রাত ১০ টার
পর, হঠাত্‍ জলোচ্ছ্বাস দেখতে পাবেন তা আশা করেননি কেউই, প্রবল জলোচ্ছ্বাসে গার্ডওয়াল টপকে সমুদ্রের নোনা জল প্লাবিত হয়েছে পর্যটকদের কাছ পর্যন্ত। প্রশাসনিকভাবে রাতে সমুদ্রসৈকতে নামতে দেওয়ার নিষেধাজ্ঞা রয়েছে।পর্যটকরা সমুদ্রে না
নামতে পারলেও জলোচ্ছ্বাস পৌঁছে গিয়েছিল তাদের কাছে।এ যেন বিনা মেঘে বৃষ্টি শুরু হওয়ার মত আকস্মিক ঘটনা বলে দাবি পর্যটকদের।এদিকে পর্যটকদের এমন উত্তেজনার ফলে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে,তাই সেখানে আগে থেকে মজুত ছিল পুলিশ প্রশাসন। গোটা এলাকায় টানা টহলদারি চালায় তারা।

 

আরো পড়ুন:Raghab-Shehnaaz: রাঘব ও শেহনাজ কি প্রেম করছেন? কি বলছেন রাঘব?