অসহ্য গরমে অসহনীয় হয়ে উঠেছে কলকাতার আবহাওয়া। এর পেছনে কিছুটা দোষ কি আমাদের না? একের পর এক গাছ কেটে ফ্ল্যাট, শপিং মল তৈরি করে আমরা আমাদের চারপাশের পরিবেশকে আরো বিপদের মুখে ঠেলে দিচ্ছি। মঙ্গলবার দক্ষিণ কলকাতার বাসিন্দা বিখ্যাত গায়িকা লোপামুদ্রা মিত্র শহরের উষ্ণায়ন প্রসঙ্গে নিজের ফেসবুক ওয়ালে একটি গুরুত্বপূর্ণ পোস্ট করেন। পোস্টে কলকাতা পুরসভা এবং মেয়র ফিরহাদ হাকিমকে ট্যাগ করে তিনি লিখেছেন ‘‘সচরাচর ট্যাগ করি না। কিন্তু করলাম।’’

লোপামুদ্রা (Lopamudra Mitra) লিখেছেন, ‘‘আমার পাড়ায় ফুটপাথের ধারে যে বড় গাছগুলো আছে, বড় বা ছোট ঝড় এলে কেউ বাঁচবে না, কারণ, শেকড় মেলার জায়গা নেই, ঘাড়ের কাছে বড় বড় বাড়ি, ডালপালার ব্যালেন্স কমে যাচ্ছে।’’ এরই সঙ্গে আমপান এবং ইয়াশের স্মৃতিচারণ করে লোপা লেখেন, ‘‘যে গাছগুলো গত বছর ঝড়ে বা আমফান, ইয়াশে পড়ে গিয়েছে, তাদের জায়গায় আমরা নতুন কোন গাছ বসাইনি, কিছু গাছ বসালেও তার যত্ন নিইনি। লেক, সার্দান অ্যাভনিউ বিরাট অঞ্চল জুড়ে অনেক অনেক গাছ আজ আর নেই।’’

শিল্পীর পোস্টেই অনুরোধের ইঙ্গিত স্পস্ট। তিনি বলছেন,

“দক্ষিণ কলকাতার লেকে কি জঙ্গল বানাতে পারি না আমরা ? আমি আমার এলাকাটুকু নিয়েই আপাতত ভাবছি, স্বার্থপরের মতো। কিছু কি করা যেতে পারে ?? সবাই মিলে?? গা বাঁচানোর আরেক নাম সহ্য , আর হচ্ছে কি??”

আনন্দবাজার অনলাইনের তরফে প্রশ্ন করা হলে লোপামুদ্রা (Lopamudra Mitra) বললেন, ‘‘এর মধ্যে কোনও রাজনীতি নেই। আমি তৃণমূল থেকে শুরু করে স্বঘোষিত সিপিএম, প্রত্যেককেই ট্যাগ করেছি। সকলে মিলে সমস্যার মোকাবিলা করার কথা বলতে চেয়েছি।’’

কথা প্রসঙ্গেই লোপামুদ্রা জানালেন, ‘‘আমি চার তলায় থাকি। এসি ছাড়া একটা মুহূর্ত থাকতে পারছি না। আশপাশে গাছগুলো বাড়তে পারছে না কংক্রিটের ভিড়ে।’’ করোনার সময় শহরে দূষণের মাত্রা যে কমেছিল তা মনে করিয়ে দিয়ে শিল্পী বললেন, ‘‘আমার মনে হয় সকলের মিলে এগিয়ে না এলে, গাছের যত্ন না নিলে এই গরমের হাত থেকে রেহাই পাওয়া মুশকিল।’’

আরো পড়ুন: Barrackpore:তৃণমূল নেতৃত্বদের মুখে গেরুয়া রঙ!উত্তপ্ত ব্যারাকপুর

Image source-Google

By Torsha