গ্রীষ্মের দাবদহে পুড়ছে বাংলা! ইতিমধ্যেই গোটা রাজ্যের তাপমাত্রা পেরিয়ে গিয়েছে ৪০ ডিগ্রি। হাঁসফাঁস অবস্থা গোটা রাজ্যের! হাওয়া অফিসের খবর অনুযায়ী, আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই রাজ্যে। তাই পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আগামী সপ্তাহে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করলেন। তিনি জানিয়েছেন, আগামীকাল তথা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সরকারী-সহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও বন্ধ রাখার অনুরোধ জানানো হবে।
পূর্ব নির্ধারিত গরমের ছুটি অর্থাৎ ২রা মে-র আগেই আগামীকাল থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যের স্কুল, কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে অস্থায়ীভাবে ছুটি থাকবে।
উল্লেখ্য, চিকিৎসকদের মতে, এই দাবদাহে মাথা যন্ত্রণা, হিটস্ট্রোকের মত একাধিক উপসর্গ দেখা দিচ্ছে। যার থেকে পড়ুয়াদের রক্ষা করতেই এমন সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। যার ফলে বন্ধ থাকবে স্কুল, কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান।
আরো পড়ুন:Sudan:গৃহযুদ্ধে উত্তপ্ত সুদান!নিহত ২৭,আহত ১৭০