উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat) জেলার হাসপাতালের তহবিলে আসা লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ-এর অভিযোগ উঠল স্বাস্থ্য দপ্তরের হিসেব রক্ষক কাজী আব্দুল মাজিদের বিরুদ্ধে। গত সোমবার এ বিষয়ে বসিরহাট স্বাস্থ্য জেলার অ্যাকাউন্ট অফিসার অমিত মন্ডল বসিরহাট থানায় কাজী আব্দুল মাজিদের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগ, গত এক বছর ধরে ধাপে ধাপে অনলাইন নেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে প্রায় ২২ লক্ষ টাকা তুলে নিয়েছে কাজী আব্দুল মাজিদ।

গত সোমবার দুপুরবেলায় বসিরহাট স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা তহবিলের হিসাব মেলানোর সময় বেশ কয়েক লক্ষ টাকার হিসেব মেলাতে না পারলে তাদের সন্দেহ হয় এবং এরপরই তারা জানতে পারেন, স্বাস্থ্য দপ্তরের হিসেব রক্ষক কাজী আব্দুল মাজিদ ২২ লক্ষ টাকা অনলাইন ব্যাংকিং-এর মাধ্যমে ট্রানজেকশন করে নিজের অ্যাকাউন্টে নিয়ে নিয়েছেন।

আর এই কাজ চলেছিল গত এক বছর ধরে। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে বসিরহাট থানার পুলিশ কাজী আব্দুল মাজিদ-কে মঙ্গলবার ভোরবেলায় গ্রেফতার করে এবং ওইদিনই বসিরহাট মহাকুমা আদালতে তোলা হয় তাকে।

 

আরো পড়ুন:Nirmala Sitaraman:’ভারতে মুসলিমরা সুরক্ষিত, পাকিস্তানে নয়’:নির্মলা সীতারমণ