৪ঠা এপ্রিল ‘অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’-এ মঞ্চস্থ হয়েছে ‘বিনোদিনী অপেরা’ যেখানে বিনোদিনীর ভূমিকায় ছিলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। তার অভিনয় মুগ্ধ হয়েছিলেন হাজার হাজার দর্শক। সেই নিয়ে ফেসবুকে এর মধ্যে অনেকে লেখালেখিও করে নিয়েছেন। তবে তার অভিনয়ে মুগ্ধ হয়েছেন স্বয়ং মুনমুন সেন। আর সেই মুগ্ধতা থেকেই সোজাসুজি অভিনেত্রীর বাড়ি গিয়ে হাজির হন তিনি। যদিও সুদীপ্তা সেই মুহূর্তে বাড়িতে ছিলেননা। তবে একে অপরের সাথে কথপোকথন থেকে বোঝাই যাচ্ছে সুচিত্রা কন্যার হাত থেকে উপহার পেয়ে আনন্দে আপ্লুত সুদীপ্তা।

ফেসবুকে সুদীপ্তা লিখেছেন, ‘তখন রাত প্রায় ১২টা, উনি লেখেন আমাকে কিছু উপহার দিতে চান এবং আমার ঠিকানা জানতে চান। আমি ওঁকে আমার ঠিকানা পাঠিয়েছিলাম। তবে বলেছিলাম কয়েক দিনের মধ্যে আমি ওঁর বাড়িতে গিয়ে দেখা করে আসব, তখনই না হয় উপহার নেব। উনি শুনে খুব খুশি হয়েছিলেন। ’

তিনি আরও লিখেছেন, ‘৫ তারিখ বিকেলে আমি কোনও কাজে বাড়ির বাইরে যাই। সেসময় ফোনে দিদির সঙ্গেই ব্যস্ত ছিলাম। ফিরে দেখি দারোয়ান আমার জন্য একটা ব্যগ নিয়ে অপেক্ষা করছেন, তাতে রয়েছে দুটো সুন্দর শাড়ি। কে দিয়েছেন? জানতে চাইলে দারোয়ান বললেন, একজন ম্যাডাম এসেছিলেন, খুব চেনা, তবে নাম মনে করতে পারছি না। অনেকক্ষণ গাড়িতে বসেছিলেন, সম্ভবত ফোনে কথা বলছিলেন। জিগ্গেস করলেন আপনি (সুদীপ্তা) আছেন কিনা? আপনি বের হয়েছেন শুনে বললেন আরেকদিন আসবেন।’

সুদীপ্তা লেখেন, পরে তিনি কল লগ চেক করেও কিছু দেখেননি, কারণ হোয়াটসআপে ৩ বার ফোন করেছিলেন। পরে সুদীপ্তা দেখেন হোয়াটসআপে মুনমুন সেন লিখেছেন, ‘এইমাত্র তোমার বাড়ি থেকে বের হয়েছি। কী সুন্দর একটা জায়গায় থাকো। পরে আবার আসব।’

শুধু তাই নয়, সুদীপ্তার পছন্দের কথা মাথায় রেখে মুনমুন সেন কোথা থেকে শাড়ি কিনেছেন তারও বিবরণ দিয়েছেন যদি সুদীপ্তার কোনো পরিবর্তনের প্রয়োজন হয়। তবে গোটা ঘটনায় আনন্দের থেকে অনুতাপ হয়েছে সুদীপ্তার। তবে এই উপহার যে তার কাছে কতোটা দামী তা জানাতে ভোলেননি অভিনেত্রী।

আরো পড়ুন: Prabir Ghosh:প্রয়াত বিজ্ঞান ও যুক্তিবাদী আন্দোলনের পুরোধা প্রবীর ঘোষ

Image source- Google

By Torsha