সম্প্রতি বন্দে ভারত এক্সপ্রেসের পরিষেবা নিয়ে মন্তব্য করেছিলেন টলিপাড়ার অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় (Joyjit Banerjee)। ছেলেকে নিয়ে উত্তরবঙ্গ সফরের জন্য অভিনেতা বন্দে ভারত এক্সপ্রেসে চড়েছিলেন। এরপরই বন্দে ভারত নিয়ে তার অভিজ্ঞতার কথা ভাগ করে নেন অভিনেতা।আনন্দবাজার অনলাইনকে অভিনেতা বলেছিলেন, ‘‘বন্দে ভারত এক্সপ্রেসেও চড়া বাকি ছিল। তবে সিটগুলো যা শক্ত, শরীরে ব্যথা হয়ে যাচ্ছে!’’
জয়জিতের (Joyjit Banerjee) এমন পোস্টের পরেই অনেকেই সমাজমাধ্যমে অভিনেতাকে ব্যক্তিগত কটাক্ষ করেন। অনেকেই মনে করছেন তৃণমূল সমর্থক হওয়ার কারণেই নরেন্দ্র মোদীর দেওয়া বন্দে ভারত এক্সপ্রেসের সমালোচনা করেছেন জয়জিৎ। এরপরই এই প্রসঙ্গে সমাজমাধ্যেমে একটি পোস্ট করেছেন জয়জিৎ। অভিনেতা লিখেছেন, ‘‘দাদা-দিদির ভক্তদের একটাই সমস্যা। তাঁদের আমলে জনগণনের অর্থে তৈরি করা সরকারি সম্পত্তির সমালোচনা করলেই তাদের জ্বলে।’’ অভিনেতা আরো লিখেছেন, ‘‘নিজের গাঁটের টাকা খরচা করে জনগণের ট্যাক্সের টাকায় তৈরি করা ট্রেনে উঠে শক্ত সিটে শরীর ব্যথা করলে বা ট্রেনের খাবারে গন্ধ পেলে (যা ট্রেনের কর্মচারীরা মেনে ক্ষমাও চান ও সমস্যা মিটেও যায়) তাঁদের হেব্বি চুলকোয়।’’
জয়জিৎ বলেন, ‘‘আমি গরুর দুধে সোনা খুঁজি না আর চাকরি বেচে পয়সা রোজগার করি না। আমার মতামত আমি দেব তাতে আমার দাড়িও বাড়বে না, হাওয়াই চটির রংও বদলাবে না।’’
এই বিষয় আনন্দবাজার অনলাইনের তরফ থেকে অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘বুঝতে পারছি না, কী ভুল বলেছি। গণপরিবহণের ভাল-খারাপটা প্রকাশ্যে তুলে ধরার মধ্যে দিয়ে আমি কোন রাজনৈতিক দলের বিরোধিতা করছি তা স্পষ্ট হয় কি না, আমার জানা নেই।’’ যাঁরা সমালোচনা করছেন তাঁদেরকে উদ্দ্যেশে জয়জিতের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, ‘‘আমার পদবিতে ভুলবেন না!’’
আরো পড়ুন: Samantha Prabhu: প্রাক্তন স্বামীর নতুন প্রেমিকা সম্পর্কে কি বললেন সামান্থা?
Image source-Google