মঙ্গলবারই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন জায়গায় পথশ্রী রাস্তার শুভ উদ্বোধন করেছেন।কিন্তু তারপরও রাস্তার দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের।ঘটনাটি মালদার (Malda)।

জানা গিয়েছে,বুধবার সকাল প্রায় দশটা নাগাত মালদা নালাগোলা রাজ্য সড়কে ১২ মাইল এলাকায় রাস্তার দাবিতে পথ অবরোধ শুরু করে প্রায় তিন থেকে ৪ টি এলাকার গ্রামবাসীরা।’রাস্তা চাই,ব্রিজ চাই’ এই স্লোগানকে সামনে রেখে,হাতে প্লেকার্ড নিয়ে সকাল থেকে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা।

এদিন বিক্ষোভকারীরা জানান,প্রায় ১৬ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থার দাবিতে তাদের এই পথ অবরোধ।হবিবপুর থানার অন্তর্গত মঙ্গলপুরা অঞ্চলের রাধাকান্তপুর, জগন্নাথপুর, রামকৃষ্ণপুরের তিন চারটে গ্রামের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে।বহুবার এই দাবি জানানো সত্ত্বেও কোন লাভ হয়নি,তাই আজ তারা বিক্ষোভ কর্মসূচি পালন করলো।এবং দাবি না পূরণ হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন তারা।

 

আরো পড়ুন:Manoj Bajpayee : থিয়েটারের জন্য ইনস্টিটিউট তৈরি করতে চান মনোজ বাজপেয়ী!