বর্তমানে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জর্জরিত শাসক দল।দলের অন্দরের নেতাদের কুকীর্তি দেখে চোখ কপালে উঠছে আম জনতাদের। এরমধ্যে আবারও চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ উঠল জগদ্দল বিধানসভার অধীনস্থ কাউগাছি (Kaugachhi)-১ গ্রাম পঞ্চায়েত প্রধান চৈতালি কর্মকারের বিরুদ্ধে। যাকে ঘিরে বর্তমানে উত্তপ্ত রাজ্য রাজনীতি।

অভিযোগ,পঞ্চায়েত অঞ্চলে সার্ভে করার কাজের জন্য প্রধান অনেকের কাছ থেকে ২০ হাজার টাকা করে নিয়েছেন।তেমনি শ্যামনগর দোলতলা মাঠ এলাকার বাসিন্দা শ্রীমতি দে’র কাছ থেকেও প্রধান টাকা নেন। কিন্তু অন্যান্যদের মত তিনিও পাননি কাজ।এরপরই কাজ না মেলায় শ্রীমতি দে সোমবার সন্ধেয় বাসুদেবপুর থানায় শরণাপন্ন হন।এবং একটি অভিযোগ দায়ের করেন।ইতিমধ্যেই এই বিষয়ে তদন্ত শুরু করেছে বাসুদেবপুর থানার পুলিশ।

এই প্রসঙ্গে শ্রীমতি দে’র বক্তব্য,-চাকুরীর জন্য ২০ হাজার টাকা দিয়েছিলাম।কিন্তু কাজ মেলেনি।গতকাল ১০ হাজার টাকা প্রধান ফেরত দিয়েছেন।অন্যদিকে এই বিষয়ে কাউগাছি-১ তৃণমূল সভাপতি স্বপন মন্ডল বলেন,বিষয়টি উচ্চ নেতৃত্বকে জানাবো।তাছাড়া প্রতারিতদের প্রশাসনের দ্বারস্থ হতে বলেছি।

 

আরো পড়ুন:Jhalda:মানবিক পুলিশ!কনস্টেবল দিদির কোলে দুধের শিশুকে দিয়ে নিশ্চিন্তে পরীক্ষায় পরীক্ষার্থী