সম্প্রতি পুরাতন মালদার (Malda) মুচিয়া অঞ্চলের এলাকায় এক অলৌকিক ঘটনার সাক্ষী থাকল ডাঙপাড়া ও আনন্দ নগরের এলাকাবাসী।
জানা গিয়েছে, এক বছর আগে ঝড়ের কারণে রাস্তার উপর ভেঙে পরে একটি বট গাছ। যার কারণে হয়ে যায় রাস্তা। তবে, রাস্তা সচল রাখতে ওই গাছের ডালপালা কেটে রাস্তা পরিস্কার করে দেয় এলাকাবাসীরা এবং বাকি বট গাছটি পরে থাকে সেই রাস্তার পাশেই। কিন্তু, কিছুদিন আগে হঠাৎই এলাকাবাসীরা দেখতে পায় সেই ডালপালা কাটা অবস্থায় থাকা গাছটি পুনরায় দাঁড়িয়ে রয়েছে একই স্থানে, যা দেখে রীতিমত তাজ্জব হয়ে যায় এলাকাবাসী এবং এমন বিরল ঘটনা দেখতে সে স্থানে ভিড় দলে দলে ভিড় জমায় বিভিন্ন এলাকার বাসিন্দারা।
অনেকের মতে, এটা এক অলৌকিক ঘটনা। আবার কেউ কেউ বলছেন, কিছুটা দুরে তারা মায়ের মন্দির থাকায়, মায়ের কোনো কৃপাও হতে পারে। অনেকে আবার ওই বট গাছের পুজোও করা শুরু করেছেন। এমন ঘটনার ঘিরে বেশ শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকা জুড়ে।
আরো পড়ুন:Purba Medinipur:দীর্ঘদিন বন্ধ হয়ে গেছে বার্ধক্য ভাতা!প্রশাসনকে জানিয়েও মেলেনি সুরাহা