মঙ্গলবার কলকাতার হাইকোর্টে (Calcutta High Court) একটি মামলায় সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলে, রাজ্যের কাছে এমনই কিছু প্রশ্নের উত্তর জানতে চায় বিচারক। এমনকি, এই নিয়ে বিচারপতি একটি গাইডলাইন তৈরির নির্দেশও দিয়েছেন। এই গাইডলাইন তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য পুলিশের আইজি-কে। ২৯শে মার্চ হাইকোর্টে বিস্তারিত গাইডলাইন জমা দেওয়ার তারিখও জানানো হয়েছে।

সম্প্রতি এক যুবককে বাড়ি থেকে তুলে নেওয়ার অভিযোগ ওঠে সরশুনা থানার দুই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। ওই যুবকের পরিবারের আইনজীবী সব্যসাচী চক্রবর্তী জানান, এর আগে হাওড়ার যুব নেতা আনিস খানের বাড়িতেও গভীর রাতে দুই সিভিক ভলান্টিয়ার হামলা চালান।

পরে আমতা থানার পুলিশও তা স্বীকার করে নেয়। যার জেরে এদিন আদালত বিষয়টি ওঠার পরই সিভিক ভলান্টিয়ারদের নামে বিস্তারিত গাইডলাইন তৈরির নির্দেশ দেন বিচারপতি রাজশেখর মান্থা।

 

আরো পড়ুন:Bawaal : অক্টোবরেই মুক্তি পাচ্ছে বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুর অভিনীত সিনেমা ‘বাওয়াল’!