সম্প্রতি ভুয়ো দলিল দেখিয়ে এক বৃদ্ধের জমি বিক্রি করে বৃদ্ধকে মানসিক ভাবে অসুস্থ করার অভিযোগ উঠেছিল তারই নিজের ভাগ্নার বিরুদ্ধে।সেই বৃদ্ধের মৃত্যু হয় বুধবার।আর তারপরই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা।বৃদ্ধ’র মৃতদেহ বামুনগাছির (Bamangachi) ৩৫ নম্বর জাতীয় সড়ক যশোর রোডের উপর নিয়ে এসে তুমুল বিক্ষোভ দেখায় এদিন গ্রামবাসীরা।যাকে কেন্দ্র করে এদিন ধুন্দুমার কান্ড বাঁধে এলাকায়।এই বিষয়ে গ্রামবাসী সূত্রে জানা গিয়েছে,-মৃত ব্যক্তির ভাগ্না বৃদ্ধের জমির ভুয়ো দলিল অন্যায় ভাবে তৈরির পর সেই জমি এক ব্যবসায়ীকে বিক্রি করে দেয়।সেই জমি বিক্রির খবর শুনে ৭৬ বছর বয়সী জমির প্রকৃত মালিক ওহেদ বক্স অসুস্থ হয়ে পড়েন।এরপরই তিনি চিন্তায় ও উদ্বেগের কারণে শেষপর্যন্ত মারা যান।
গ্রামবাসীদের আরো অভিযোগ,ভুয়ো দলিল দিয়ে সেই জমি কিনে নেওয়ার পর দত্তপুকুরের ওই ব্যবসায়ী তার গুন্ডাবাহিনী নিয়ে এসে জমির উপর বসে তাস খেলা, মাদকদ্রব্য পান, অযাচিত হইহুল্লোড় এবং ঐ পাড়ার মহিলাদের প্রতি অশালীন ব্যবহার করতে শুরু করে। স্থানীয় থানায় খবর দেওয়া হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।বৃদ্ধের মৃত্যু,গুন্ডাবাহিনীদের আচরণের প্রতিবাদ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এদিন সকালে বৃদ্ধের মৃতদেহ রাস্তার উপরে রেখে স্থানীয় গ্রামের মানুষজন একত্রিত হয়ে অবরোধ শুরু করেন তারা।তাদের দাবি,এই জমি তাদেরকে ফিরিয়ে দিতে হবে।এবং একইসঙ্গে জমির সঙ্গে অন্যায়কারীদের গ্রেপ্তার করা হবে।আর যতক্ষণ না পর্যন্ত তাদের গ্রেফতার করা হবে তারা এই অবরোধ চালিয়ে যাবেন।
এদিকে যশোর রোড বামুনগাছিতে অবরোধ হওয়াতে স্বাভাবিকভাবে বনগাঁ বারাসাতের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।সমস্যায় পড়েন স্থানীয় মানুষরা।এদিকে এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছায় দত্তপুকুর থানার বিশাল পুলিশ বাহিনী।পুলিশের আশ্বাসে দীর্ঘ দু’ঘণ্টা পর অবরোধ তুলে নেই তারা।
আরো পড়ুন:Patashpur:বিডিওর বাংলোর মধ্যে উদ্ধার বোমা!তদন্তে পুলিশ