গত ১৭ই মার্চ পটাশপুর (Patashpur)-১ নং ব্লকের বিডিও পারিজাত রায়কে মুর্শিদাবাদে স্থানান্তরের নির্দেশ দিয়েছে নবান্ন। যদিও, নতুন বিডিও পটাশপুর-১ নং ব্লকে না আসায় এখনো দায়িত্ব সামলাচ্ছেন পারিজাত রায়।

জানা গিয়েছে, বুধবার সকালে পটাশপুর-১ নং পঞ্চায়েত সমিতির চত্বরে বিডিওর বাংলোর গাড়ির গ্যারাজের সামনে একটি বোমা পড়ে থাকতে দেখেন পরিচারিকারা। তৎক্ষণাৎ পুলিশে খবর দেওয়া হলে, ঘটনাস্থলে পটাশপুর থানার পুলিশ এসে ওই বোমাটি উদ্ধার করে। বাজিটি আধপোড়া অবস্থায় পড়েছিল বলেও দাবি করা হয়েছে।

এহেন ঘটনায় বিডিও পারিজাত রায় যে নিরাপত্তা হীনতায় ভুগছেন সে কথা তিনি নিজে মুখেই জানিয়েছেন। তবে, কে বা কারা এমনটা করেছে তা জানা যায়নি এখনও পর্যন্ত।

 

আরো পড়ুন:Calcutta High Court:রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সিভিক ভলান্টিয়াররা কী করেন?প্রশ্ন হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার!