বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।

এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।

তাই এবার স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন চিকেন কালা ভুনা।

এটি এমন একটি রেসিপি (Recipe) যা সহজে বানানো সম্ভব এবং একইসাথে মুখোরোচক।

চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।

উপকরণ

এক কেজি মুরগির মাংস

আদা ও রসুন বাটা

৩-৪টে মাঝারি মাপের পেঁয়াজ কুচি

বেরেস্তা

গোটা ধনে

গোটা গোলমরিচ

স্টার অ্যানিস

মৌরি

কয়েকটা শুকনো লঙ্কা

রাঁধুনী

কাবাব চিনি

ছোটো এলাচ

২টো তেজপাতা

কাশ্মীরি লঙ্কা গুঁড়ো

পরিমাণমতো সরষের তেল

স্বাদ অনুযায়ী নুন

পদ্ধতি

১) শুকনো খোলায় গোটা ধনে, গোলমরিচ, স্টার অ্যানিস, রাঁধুনী, মৌরি, শুকনো লঙ্কা, কাবাব চিনি, ছোটো এলাচ একটু নাড়াচাড়া করে নিন। মশলাগুলি ঠান্ডা হলে মিক্সিং জারে সব একসঙ্গে গুঁড়ো করে নিতে হবে।

২) এবার মুরগির মাংস ভালো করে ধুয়ে হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, তেল, গুঁড়ো করে রাখা মশলা, বেরেস্তা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে ৩০ মিনিট ফ্রিজে রেখে দিন।

৩) কড়াইতে সরষের তেল গরম করে ১টি তেজপাতা, ২টো শুকনো লঙ্কা ফোড়ন দিন।

৪) তারপর পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। পেঁয়াজ হালকা ভাজা হলে ম্যারিনেট করা চিকেন দিয়ে দিন। মাংস কষাতে থাকুন। ঢাকা দিয়ে দিয়ে মাংস সেদ্ধ করে নিতে হবে। প্রয়োজনে অল্প অল্প করে জল দিয়ে মাংস কষান।

৫) এর পর গুঁড়ো করা বাকি মশলা দিয়ে আরও মিনিট ১০-১৫ রান্না করে নিন। বেশ মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিন। ব্যস তৈরি হয়ে যাবে মুরগির মাংসের কালা ভুনা!

আরো পড়ুন: Shreelekha Mitra: বনিকে কটাক্ষ করে কি বললেন শ্রীলেখা?

Image source-Boldsky

By Torsha