মঙ্গলবার ফের ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন অভিনেতা বনি সেনগুপ্ত (Boni Sengupta)।এদিন ঠিক দুপুর ১২টা নাগাদ সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দেন অভিনেতা।তারপর শুরু হয় জিজ্ঞাসাবাদ।প্রায় আড়াই ঘন্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা।জেরা শেষে বেলা দু টো বেজে ১৫ মিনিট নাগাদ ইডি দপ্তর থেকে বের হন বনি।বেরিয়ে বনি সাংবাদিকদের জানান,তিনি প্রয়োজনীয় সব নথি জমা করেছেন এবং ভবিষ্যতে আর তাঁকে ডাকা হবে না বলেই আশাবাদী তিনি।তবে কি আর সত্যি ডাকা হবে না অভিনেতাকে?এই বিষয়ে যদিও ইডি কর্তারা কোনো মন্তব্য করেননি।

প্রসঙ্গত,নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষকে জেরা করে বনি সেনগুপ্তের নাম জানতে পারে তদন্তকারী আধিকারিকরা।এরপরই বনিকে তলব করে ইডি।গত বৃহস্পতিবার কুন্তল ঘোষের সঙ্গে যোগাযোগ নিয়ে অভিনেতা বনি সেনগুপ্তকে দু’দফায় প্রায় সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি কর্তারা।সূত্রের খবর,-বনি সেদিন স্বীকার করে নিয়েছিলেন,তিনি কুন্তলকে চেনেন।এবং তার থেকে গাড়ি কেনার জন্য টাকা নিয়েছিলেন তিনি।তবে সেটা সম্পূর্ন পারিশ্রমিক হিসেবে।জানিয়েছিলেন,-কুন্তলের বেশ কিছু ইভেন্ট করে দেওয়ার পারিশ্রমিক হিসেবে ৩৫-৪০ লক্ষ টাকা নিয়েছিলেন বনি।তবে পাঁচ বছরের মাথায় তিনি ওই ল্যান্ড রোভার ডিসকভারি গাড়িটি বিক্রি করে দিয়েছেন।

ইডি সূত্রে খবর,-কুন্তল ঘোষ যে গাড়ি বনিকে দিয়েছিলেন,সেই ল্যান্ড রোভার ডিসকভারি সংক্রান্ত কাগজপত্র নিয়ে তাঁকে এদিন দেখা করতে বলা হয়েছিল তাকে ঠিক ১১ টা নাগাদ।তবে তিনি তার এক ঘন্টা পর অর্থাৎ ১২ টা নাগাদ সিজিও কমপ্লেক্সে সমস্ত নথি নিয়ে আসেন।এবং নথি জমা দিয়ে বেরনোর সময় অভিনেতা বলেন,ইডি আধিকারিকরা যা যা জানতে চেয়েছিলেন তিনি সেই সম্পর্কিত সব ধরণের সহযোগিতা করেছেন।আর ডাকা হবে না তাকে।তবে এর বাইরে আর কোনো কথা বলেন নি তিনি।এদিন ইডি ঠিক কী প্রশ্ন করেছে বা কোন কোন নথি জমা দিলেন সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেতা।কার্যত মুখে কুলুপ এটে রেখেছিলেন তিনি এদিন।এখন এই ঘটনার রেশ আর কতদূর পৌঁছায় সেটাই দেখার।

 

আরো পড়ুন:Partha-Arpita : ভার্চুয়াল শুনানিতে রোম্যান্টিক পার্থ-অর্পিতা