বুধবার সারা বিশ্বব্যাপী পালন হচ্ছিল আন্তর্জাতিক নারী দিবস!আর সেই নারী দিবসের দিনে এক গর্ভবতী মায়ের জটিল রোগের অস্ত্রোপচার করে আবারও নজির গড়ল বারাসাত (BarasatBarasat Medical College and hospital) মেডিকেল কলেজ হাসপাতাল।শুধু মা না মায়ের সাথে তার সন্তান ও ফিরে পেলো এক নতুন জীবন।

হাসপাতাল সূত্রে খবর,গত পয়লা মার্চ অন্তঃসত্ত্ব অবস্থায় গুরুতর খারাপ শ্বাস কষ্ট নিয়ে রীতা সাহা নামে এক মহিলা ভর্তি হয় এই বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে।এরপর শ্বাস কষ্ট খিচুনি নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাকে ভেন্টিলেশনে পাঠানো হয় চিকিৎসার জন্য।ভেন্টিলেশনে থাকা অবস্থায় ইউএসজি মেশিন সিসিইউতে নিয়ে গিয়ে চিকিৎসা করে দেখেন যে পেটের ভেতরে থাকা বাচ্চাটি বেঁচে আছে।তখনই চিকিৎসকরা সিদ্ধান্ত নেন দ্রুত অস্ত্র প্রচার করা প্রয়োজন।এরপর পরিবারের সম্মতি নিয়ে ওই মহিলার সিজার করানো হয়।

এই বিষয়ে বারাসাত গভার্নমেন্ট মেডিকেল কলেজের অ্যাডিশনাল মেডিকেল সুপারেনটেনডেন্ট ডাক্তার সুব্রত মণ্ডল জানান,-ছেলে শিশু হয়েছে যার ওজন হয় ১৬০০ গ্রাম।ভেন্টিলেশনে থাকা কোনো রোগী এইভাবে তাকে আবার অজ্ঞান করে সিজার করা এই ঘটনা পশ্চিমবঙ্গের আগে কখনও ঘটেনি।বর্তমানে মা ও ছেলে দুজনেই সুস্থ আছে।আজই তাদের বারাসাত হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।এদিকে মা ও ছেলে দুজনকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার জন্য এই হাসপাতালের ডাক্তারদের কুর্নিশ জানায় এদিন রীতা সাহার পরিবার পরিজনেরা।

 

আরো পড়ুন:Varun Dhawan Anushka Sharma : ভারতের পর এবার চীনে মুক্তি পাচ্ছে বরুণ ধাওয়ান এবং অনুষ্কা শর্মা অভিনীত ফিল্ম “সুই ধাগা-মেড ইন ইন্ডিয়া”