ফের ভুয়ো কল সেন্টারের (Fake Call Centre) হদিশ।ঘটনাটি ঘটেছে সল্টলেকের (Salt Lake) সেক্টর ফাইভে।আন্তর্জাতিক কল সেন্টার প্রতারণা চক্রের পর্দা ফাঁস।সেক্টর ফাইভের একটি ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে ৩৫ জনকে গ্রেফতার করে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।ধৃতদের কাছ থেকে বহু সংখ্যক মোবাইল ফোন,কম্পিউটার,ল্যাপটপ,হার্ড ডিস্ক,রাউটার সহ একাধিক নথি উদ্ধার করেছে পুলিশ আধিকারিকরা।

পুলিশ সূত্রে খবর,বৃহস্পতিবার সূত্র মারফত খবর পেয়ে সল্টলেকের সেক্টর ফাইভের আর্গো টাওয়ারে হানা দেয় বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার (Bidhannagar Electronics P.S.) পুলিশ।সেখানে ১০০৫ নম্বর ঘরে কৃষ্ণ ইনফোটেক নামের একটি ভুয়ো সংস্থা চালানো হচ্ছিল বলে অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,-এই ভুয়ো কল সেন্টারের মাধ্যমে ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা সহ একাধিক দেশের নাগরিকদের ফোন করতো।সেখানে সেই নাগরিকদের নিজেদের ইন্সুরেন্স সংস্থার কর্মী বলে পরিচয় দিত এই প্রতারকরা।এইভাবে তাদের ইন্সুরেন্স করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিদেশি মুদ্রা হাতিয়ে নিত।বৃহস্পতিবার গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।তাদের শুক্রবার বিধাননগর আদালতে তোলা হয়।এবং এই চক্রের সঙ্গে আর কাদের যোগ রয়েছে নাকি?তা খতিয়ে দেখতে পুলিশ এদিন আদালতে মূল অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাই।এখন এই ঘটনা কোন দিকে মোড় নেই সেটাই দেখার।

 

আরো পড়ুন:Bagdah:রাস্তার দাবিতে দিদির দূত বিধায়ককে আটকে বিক্ষোভ স্থানীয়দের