রবিবার রামপুরহাটে যান তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)।এদিন রামপুরহাট সেচ পল্লী মোড় থেকে রামপুরহাট পাঁচ মাথা মোড় পর্যন্ত পদযাত্রা ও তারপর সমাবেশে যোগ দেন শত্রুঘ্ন।উপস্থিত ছিলেন তৃণমূল নেতা মলয় ঘটক, রাজ্যের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দনাথ সিনহা-সহ জেলা ও ব্লক স্তরের নেতৃত্ব।

এদিনের সভা থেকে শত্রুঘ্ন সিনহা বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় যা করেন তা জনহিতে করেন। মানুষের ভাল হোক এই চিন্তায় তিনি সবসময় ব্যস্ত থাকেন। আর বিজেপি সরকার সবসময় নির্বাচনমুখী কাজ করে। মানুষকে ঠকিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করে।’ নিজের বক্তব্যের সপক্ষ্যে উদাহরণ দিতে গিয়ে তাঁর নিজের নির্বাচনী কেন্দ্রের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘পৌনে তিন লক্ষ ভোটে বিজয়ী হলেও আসলে তা পাঁচ লাখের সমান। কারণ, বাবুল সুপ্রিয় ২ লক্ষের উপরে জয়ী হয়েছিলেন। সেই ব্যবধান ঘুচিয়ে উপনির্বাচনে ৩ লাখে জয়, আসলে পাঁচ লাখের জয় বলেই ধরে রাজনৈতিক মহল।’

এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে শত্রুঘ্ন বলেন, ‘আমার বন্ধু নরেন্দ্র মোদি। কিন্তু আজ তাঁকে মাননীয় প্রধানমন্ত্রী বলতে হচ্ছে। কারণ তিনি যা করছেন তাতে দেশের ভাল হচ্ছে না। দোস্তের থেকে দেশ বড়। নরেন্দ্র মোদি বলেছিলেন প্রতি ঘরে বিনা পয়সায় গ্যাস হবে। প্রতি ঘরে আলো পৌঁছবে। কিছু পেয়েছেন? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলেছেন তার সবই হয়েছে। তা বাচ্চাদের শিক্ষা হোক, বিশ্ববিদ্যালয় হোক, তফসিলি জাতি, উপজাতিদের সমস্যা হোক। বাজেটে প্রধানমন্ত্রী কী দিয়েছেন? দুধের দাম বেড়ে গিয়েছে। পেট্রল-ডিজেলের দাম আকাশ ছুঁয়েছে। টাকার মূল্য কত পড়েছে। ব্যবসায়ীদের আর্থিক মন্দা কাটাতে কিছু করেছেন? কৃষকদের জন্য কিছু করেছেন? আদিবাসী উন্নয়নে? মধ্যবিত্তদের জন্য কী করেছেন? যত দিয়েছেন তার থেকে বেশি কেড়ে নিয়েছেন। তাই এই নির্বাচনী বাজেটকে সামনে রেখে বিজেপি যত এগোতে যাবে ততই তাদের বিপদ বাড়বে।’

আদানি প্রসঙ্গ তুলে শত্রুঘ্নর প্রশ্ন, ‘আদানি দোষী কিনা বলতে পারছি না। কিন্তু তিনি যে নির্দোষ এই গ্যারেন্টি কে দিচ্ছে? প্রধানমন্ত্রীর সততা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়ে গিয়েছে। বিশ্বে ২০১৪ সালে ৬০৯ নম্বরে ছিল আদানি। ২০২৩ সালে কী করে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি হল? কেন্দ্র তার কী জবাব দেবে? ডিজেল, গ্যাস, বন্দর কী করে একই ব্যক্তির হাতে গেল? কেন্দ্রকে তার জবাব দিতে হবে। এর তদন্ত করা উচিত।’

 

আরো পড়ুন:Tapas Mondal:নিয়োগ দুর্নীতি মামলায় এবার গ্রেফতার মানিক ঘনিষ্ঠ-তাপস মণ্ডল,এজেন্ট নীলাদ্রি ঘোষ