সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচার শুরু হলো বৃহস্পতিবার মধ্যমগ্রামে (Madhyamgram)।মূলত,গত ১০ ই ফেব্রুয়ারী থেকে ১৭ই ফেব্রুয়ারী পর্যন্ত পথ নিরাপত্তা সপ্তাহ চলছে।এই পথ নিরাপত্তা সপ্তাহকে কেন্দ্র করে এদিন মধ্যমগ্রাম চৌমাথায় মধ্যমগ্রাম থানা ও ট্রাফিকের পক্ষ থেকে পালন করা হয় পথ নিরাপত্তা সপ্তাহ।যেখানে পুলিশ প্রশাসনের তরফে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে মানুষকে সচেতনতা বার্তা প্রদান করা হয়।সাথে সকল গাড়ি চালকদের উদ্দেশ্যে সচেতনতা বার্তাও দেন পুলিশ প্রশাসন।আর এদিনের এই কর্মসূচিতে পুলিশ প্রশাসনের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ।
কলকাতা শহর-সহ গোটা রাজ্যে পথ দুর্ঘটনা কমাতে ২০১৬ সালে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এর স্লোগান তৈরি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সতর্কবার্তায় পথ দুর্ঘটনা অনেক কমেছে।কমেছে প্রাণহানির ঘটনাও।তবে পথদুর্ঘটনা কমলেও তাতে আত্মতুষ্টির কোনও জায়গা নেই।তাই এই নিয়ে জনসচেতনতা বাড়াতে এদিনের এই সচেতনতা কর্মসূচি পালন করা হয় বলে জানান মধ্যমগ্রামের পুলিশ প্রশাসন।
তবে শুধু পথ নিরাপত্তা সপ্তাহ নয়,এদিনের এই কর্মসূচিতে আয়োজন করা হয় রক্তদান শিবিরেরও।যেখানে ভ্রাম্যমাণ গাড়িতেই চলে রক্তদান প্রক্রিয়া।সাথে চক্ষু পরীক্ষা শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।আর এদিনের এই কর্মসূচিতে সকল মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো!
আরো পড়ুন:Newtown:চিনার পার্ক সোফা গোডাউনে বিধ্বংসী আগুন