পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল সিপিআইএমের তুমুল সংঘর্ষকে কেন্দ্র করে এবার উত্তপ্ত হয়ে উঠলো উত্তর ২৪ পরগনার আগরপাড়া (Agarpara)।মঙ্গলবার খাদ্য আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগরপাড়া ঊষূমপুর বটতলা অঞ্চলে শহীদ বেদী স্থাপন করেছিলেন তৎকালীন সিপিআইএম নেতৃত্ব।

কিন্তু সেই কর্মসূচি এদিন লন্ডভন্ড করে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা।অভিযোগ ওঠে,তৃণমূলের পৌরপ্রতিনিধি হিমাংশু দেবের নেতৃত্বে এদিন তৃণমূল কংগ্রেসের কর্মীরা সিপিআইএম কর্মীদের ওপরে আক্রমণ চালানো হয়।এমনকি রাস্তার উপর ফেলে মারধর অব্দি করা হয়।আর এই ঘটনার জেরে আহত হয় সিপিআইএমের ছজন কর্মী।তড়িঘড়ি তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে পানিহাটি হাসপাতালে ভর্তি করা হয়।এদিকে এই ঘটনার ফলে এদিন তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় ঘোলা থানার বিশাল পুলিশ বাহিনী।পুলিশি সক্রিয়তা এদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এই প্রসঙ্গে এদিন সিপিআইএম নেতা শুভব্রত চক্রবর্তী অভিযোগ করে বলেন,-উন্নয়নের বিরোধী নন তারা।তবে দীর্ঘদিনের এই শহীদ বেদী আলোচনার ভিত্তিতে সরিয়ে নেওয়া যেত অন্যত্র।কিন্তু আলোচনা ছাড়াই পৌর প্রতিনিধি হিমাংশু দেব রায়ের নেতৃত্বে শহীদবাদী ভেঙ্গে গুড়িয়ে দেয় এদিন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।এদিকে এই অভিযোগ সম্পূর্ন ভিক্তিহীন বলে দাবি করেন এদিন হিমাংশু দেব রায়।তিনি বলেন,-অঞ্চলের এক প্রবীণ সিপিআইএম নেতা তাকে আলোচনার জন্য ঘটনাস্থলে আনলে তিনি দেখতে পান,সিপিআইএম নেতৃত্বরা তৃণমূল কর্মীদের মারধর করছে।যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ন মিথ্যা বলেই তিনি দাবি করেন।

 

আরো পড়ুন:Black Day:গোটা বিশ্বে আজ ভ্যালেন্টাইনস ডে,ভারতের স্মৃতির পাতায় আজ ‘কালা দিবস’!চলুন আজকের দিনে ফিরে দেখা যাক, ২০১৯-এর সেই ভয়াবহ দিনটিকে