বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।
এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।
এবার নিরামিষ রেসিপি (Recipe) দিয়েও বাড়ির সকলের মন জয় করতে পারবেন।
বাড়িতে বানিয়ে নিন মালাই পনির কোর্মা তৈরির, আর পরিবেশন করুন রুটির সাথে।
চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।
উপকরণ
২ কাপ পনির কিউব
কয়েকটা মাঝারি সাইজের পেঁয়াজ টুকরো করে কাটা (কুচি করবেন না)
কয়েকটা রসুনের কোয়া
আদা
তিনটে কাঁচা লঙ্কা
একটা বড় এলাচ
এক চিমটে শাহী জিরা
২-৩টি ছোটো এলাচ
এক মুঠো কাজুবাদাম
এক চিমটি গোটা গোলমরিচ
এক কাপ দই
৪ টেবিল চামচ ঘি
পরিমাণমতো নুন
জয়িত্রী গুঁড়ো এক চুটকি
এলাচ গুঁড়ো এক চুটকি
গোলমরিচ গুঁড়ো সামান্য
পরিমাণমতো জল
পদ্ধতি
১) গ্যাসে কড়াই বসিয়ে তাতে দুই কাপ জল দিন। তাতে পেঁয়াজের টুকরো, কয়েকটা রসুনের কোয়া, আদার তিন-চারটে স্লাইস দিয়ে দিন। তারপর তাতে ১-২টো কাঁচা লঙ্কা, একটা বড় এলাচ, এক চিমটে শাহী জিরা. ২-৩টি ছোটো এলাচ, এক মুঠো কাজুবাদাম, এক চিমটি গোটা গোলমরিচ দিন। এবার ভাল করে ৩০ মিনিট ফোটান।
২) এবার গ্যাস বন্ধ করে, ছাঁকনিতে ছেঁকে নিন ফোটানো মশলাগুলি। তারপর প্লেটে ঢেলে ঠান্ডা করুন। তার মধ্যে থেকে বড় এলাচ, লঙ্কা বার করে দিন।
৩) তারপর মিক্সারে সেদ্ধ করা পেঁয়াজ-বাদামের মিশ্রণ ও এক কাপ দই দিয়ে ভাল করে পেস্ট তৈরি করুন।
৪) এবার গ্যাস অন করে প্যান বসান। তাতে ৪ টেবিল চামচ ঘি এবং তৈরি করে রাখা পেস্ট পুরোটা দিয়ে দিন। খুন্তি দিয়ে নাড়তে থাকুন। মিক্সিতে সামান্য জল দিয়ে গুলিয়ে সেই জলটাও কড়াইতে ঢেলে দিন। গ্রেভিটা ভাল করে নাড়ুন।
৫) কিছুক্ষণ পর পরিমাণমতো নুন দিয়ে নাড়ুন। তারপর ১০-১২ মিনিট ঢাকা দিয়ে রান্না করুন। তারপর তাতে পরিমাণমতো জল মেশান। তারপর এক কাপ দুধ মেশান। নাড়তে থাকুন।
৬) এরপর তাতে ১টা কাঁচা লঙ্কা চেরা, আদা কুচি এক চিমটি, জয়িত্রী গুঁড়ো এক চুটকি, এলাচ গুঁড়ো এক চুটকি দিয়ে মিশিয়ে নিন।
৭) এবার তাতে সবকটি পনির দিয়ে দিন। আপনি চাইলে পনির ভেজে দিতে পারেন, আবার কাঁচাও ব্যবহার করতে পারেন। পনির গ্রেভির সঙ্গে ভাল করে মিশিয়ে পাঁচ মিনিট রান্না করে নিন।
৮) এবার পাত্রে নামিয়ে ওপরে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করুন।
আরো পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন সুস্বাদু মটর পনির