বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখদের মধ্যে অন্যতম হলেন কনীনিকা ব্যানার্জী। ইন্ডাস্ট্রিতে বহু বছর কাটিয়েছেন তিনি, উপহার দিয়েছেন একের পর এক দুর্দান্ত ধারাবাহিক, সিনেমা। কয়েকদিন আগেও স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক “আয় তবে সহচরী” তে মুখ্য ভূমিকায় অভিনয় করছিলেন কনীনিকা। কিন্তু হঠাৎই তিনি শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন। আর সেই কারণেই তড়িঘড়ি করে শেষ করতে হয় ধারাবাহিক। তার অপারেশন সফল হলেও বর্তমানে কেমন আছেন কনীনিকা (Konineeka Banerjee)? আনন্দবাজার অনলাইনের তরফ থেকে প্রশ্ন করলে তিনি জানান, ‘ভাল নেই। আমি সত্যিই জানি না। সঠিক ভাবে বলতে পারব না। তবে এই সার্জারি যখন হল, তখন আমি অনুভব করেছি, আমাদের শরীর হল মনের প্রতিচ্ছবি। মনখারাপ থাকলে, শরীর খারাপ হবে। হয়তো আমার মনখারাপ। ছোট থেকেই আমি মাঝেমাঝে এমন একটা সময় আসে যখন কারও সঙ্গে দেখা করতে ভাল লাগে না, কথা বলতে ইচ্ছা করে না। এই মুহূর্তেও আমি তেমনই একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। যাকে এখনকার ভাষায় ‘ডিপ্রেশন’ বলে। আমার ভাষায় এটাকে মনখারাপই বলে। মন ভাল নেই, তাই শরীর সঙ্গ দিচ্ছে না।’

শরীরের সাথে মনও কেনো খারাপ তার? কনীনিকা (Konineeka Banerjee) বলেন, ‘সেটা তো বলা যাবে না। মনের কথা মনে রাখাই ভাল। মেয়েকেও আমি বলি না। মন এমন একটা নরম জিনিস, কোথায় আছি তা খুঁজে পাওয়া যায় না। মন যে কেন ভাল নেই এই প্রশ্ন আমি নিজেকেও করি, উত্তর পাই না। খুব ইন্টারেস্টিং, অনেকটা ফ্রেঞ্চ সিনেমার মতো।’

তবে তার মতে অবসাদ কাটানোর একমাত্র ওষুধ হলো তার পরিবার, ভালো বন্ধুবান্ধব এবং ভালো খাবার দাবার। তাহলেই মন ভালো থাকে। তার ভালো বন্ধু কে জিজ্ঞেস করতে তিনি বলেন, ‘তৈরি হচ্ছে। আশা করব মেয়েই আমার প্রিয় বন্ধু হবে। আর কয়েকটা বছর বাদে।’ তিনি মনে করেন আমাদের তিক্ততায় ভরা জীবনে মিষ্টিটা আমাদের নিজেদেরই খুঁজে বার করতে হবে।

আরো পড়ুন: Dalljeit Kaur : দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন হিন্দি টেলিভিশন অভিনেত্রী দিলজিত কৌর

By Torsha