এবারও বারাসাত (Barasat) বার অ্যাসোসিয়েশন দখলে রাখল বাম-কংগ্রেস জোট।বারাসাত জেলা আদালতে জয়ী হয় এদিন তারা।মোট ১৩ আসনের মধ্যে ৭ আসন তারা রাখলো নিজেদের দখলে।সূত্র মারফত খবর,গত ৩১ শে জানুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হয়।যেখানে মোট ভোটার ছিলেন ১৯০২জন।কিন্তু ভোট দেয় মাত্র ১৫২৩জন।

শনিবার গণনা শেষে দেখা যায় ১৩ টি আসনের মধ্যে বাম কংগ্রেস জোট পায় সাতটি এবং তৃণমূল কংগ্রেস পায় ছটি আসন।যদিও গতবার বাম কংগ্রেস জোট ৮ টি পেয়ে থাকলেও এবার সেখান থেকে একটি আসন কমে তৃণমূল কংগ্রেসের দিকে চলে যায়।এক্ষেত্রে বলাই যেতে পারে পঞ্চায়েত ইলেকশনের আগে তৃণমূল কিছুটা আশার আলো দেখল।যদিও তৃণমূলের শাসনকালে বাম কংগ্রেস জোটের এই জয় বড় সাফল্য বলেই মনে করছে রাজনৈতিক মহল।

বারাসাত জেলা আদালতের বার অ্যাসোসিয়েশনের নির্বাচন নিয়ে বারাসাত কোর্টের আইনজীবী জানান।উল্লেখ্য,বাংলা জুড়ে এখন ভোটের হাওয়া।এরইমধ্যে বড়সড় চমক দিল বাম-কংগ্রেস জোট!তবে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এই জোট কী করবে,তার উত্তর সময়ই দেবে!

 

আরো পড়ুন:Siddharth Malhotra Kiara Advani Wedding : বিয়ের জন্য সপরিবারে জয়সলমের পৌঁছালেন কিয়ারা আডবাণী