শনিবার বিকেলে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে,এবং দ্রব্যমূল্যের বৃদ্ধি নিয়ে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় দেগঙ্গা বাজারে।আর এদিনের এই প্রতিবাদ সভাতেই উপস্থিত হন বারাসাতের সাংসদ তথা মহিলা সভানেত্রী ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar)।

দেখা যায়,এদিন মঞ্চে উঠে বক্তৃতার দেওয়ার পূর্বে প্রথমেই কাকলি ‘জয় বাংলা’ স্লোগান দেন।এবং মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে সাংসদ কাকলি বলেন,-আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সর্বদা মানুষের স্বার্থে কাজ করে।তারা আমাদের সমস্ত কর্মীদের একটি সেতুর মধ্যে নিয়ে এসেছেন।তাই আমরা সমস্ত দলের কর্মীরা গ্রাম থেকে শহর দিদির দূত হিসেবে কাজ করছি।অবশ্য এরপরই কেন্দ্র সরকারকে কটাক্ষ করে তিনি বলেন,-ভারতীয় জনতা পার্টির কোনো সেতু নেই!তাই তাদের আমাদের দলের ওপর,আমাদের নেত্রীর ওপর এত হিংসা।

জানা গিয়েছে,এদিনের এই প্রতিবাদ সভায় সাংসদ কাকলি ছাড়াও উপস্থিত ছিলেন,-রাজ্য সভাপতি ও বিধায়ক হাজী নুরু ইসলাম,দেগঙ্গা ব্লকের কার্যকরী সভাপতি সুব্রত বসু, যুব সভাপতি আব্দুল রোফ সহ বিশিষ্টজনেরা।এই প্রতিবাদ সভায় এদিন সাংসদ আরো জানান,- আমাদের দল আমাদের নেত্রী যে মানুষের পাশে তা ভালো করে জানে সাধারণ মানুষ।তাই মানুষের কাছে আমরা খোলা খাতার মতো হয়ে গেছি এখন।মানুষ আমাদের সব কিছু বলে,আর অপরদিকে বিরোধীদের বঞ্চনা করে।আর তাতেই ওদের হিংসা।কিন্তু মানুষ তাদের দূরবীন দিয়ে না খুঁজে পেলে তো,আমাদের সরকারকেই খুঁজবে!পাশাপাশি রাজ্যের লাগাতার দ্রব্য মূল্য বৃদ্ধি নিয়েও এদিন সুর চড়ান সাংসদ কাকলি।

 

আরো পড়ুন:Riddhi Sen : “বয়কট মুভমেন্টের গালের চড়!” পাঠানের পাশে দাঁড়িয়ে বিরোধীদের তীব্র কটাক্ষ ঋদ্ধি সেনের