বড়ো পর্দায় কিংবা টেলিভিশনে তাকে আর দেখা যায়না বললেই চলে। কিন্তু এখনও তিনি সর্বদাই বিভিন্ন কারণে খবরের শিরোনামে থাকেন। সোস্যাল মিডিয়ায় বরাবরই অ্যাকটিভ তিনি, কখনো কখনো বিতর্কিত পোস্ট করতেও দেখা যায় তাকে। কিন্তু তাবলে তাকে নিয়ে প্রতিনিয়ত যে কুরুচিকর, মশলাদার হেডলাইন বানানো তা মোটেই ঠিক নয়। কথা হচ্ছে শ্রীলেখা মিত্রকে (Shreelekha Mitra) নিয়ে। এই নিয়ে এবার সরব হলেন অভিনেত্রী।

তবে এপার বাংলায় নয়, ওপার বাংলায় এই নিয়ে মুখ খোলেন তিনি। সোমবার ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এবং ছাদ’ সিনেমার প্রদর্শনীতে হাজির ছিলেন শ্রীলেখা। সোমবার বিকেল ৫টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ছবিটি প্রদর্শিত হয়। সেখানেই বাংলাদেশের মিডিয়াকে শ্রীলেখা মিত্র (Shreekha Mitra) বলেন, ‘এ দেশের বেশকিছু ভুয়ো নিউজপোর্টাল আমাকে নিয়ে বিভিন্ন ধরনের চটকদার শিরোনামে নিউজ করে। দয়া করে আপনারা এই ধরনের নিউজ করবেন না। আমার ১৭ বছরের একটি মেয়ে আছে। আপত্তিকর শিরোনাম দিয়ে আমাকে নিয়ে নিউজ করবেন না আশা করি। বাংলাদেশ আমার বাবার দেশ, এই দেশকে নিয়ে কেউ খারাপ কথা বলুক এটা আমি চাই না।’

আরো পড়ুন: Eken Babu : ফ্ল্যাট থেকে উদ্ধার একেন বাবুর স্রষ্টা সুজন দাশগুপ্তর মৃতদেহ!

By Torsha