দিদির সুরক্ষা কবচ (Didir Suraksha Kawach) কর্মসূচি ঘিরে সাতসকালেই উত্তপ্ত হয়ে উঠল এবার উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানার অন্তর্গত ইছাপুর নীলগঞ্জ পঞ্চায়েতের সাইবনা এলাকা।অভিযোগ,খাদ্যমন্ত্রী রথীন ঘোষের সামনেই স্থানীয় তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হন এক স্থানীয় বাসিন্দা।

জানা গিয়েছে,আক্রান্ত যুবকের নাম সাগর বিশ্বাস।শনিবার সকালে মধ্যমগ্রাম বিধানসভার অধীন ইছাপুর নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মন্দিরে পুজো দিয়ে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি শুরু করেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।সেই সময় খাদ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাতে সাগর বিশ্বাস নামে স্থানীয় এক বাসিন্দা।সেইসময় নাকি প্রথমে তৃণমূল কর্মীদের কাছে শাসানির মুখোমুখি হতে হয় সাগরকে।তারপরে তাঁকে কষিয়ে থাপ্পড়ও মারেন এক স্থানীয় তৃণমূল কর্মী।এরপর ধাক্কা দিতে দিতে ঘটনাস্থল থেকে বারও করে দেওয়া হয় সাগরকে।

আরো অভিযোগ,সংবাদমাধ্যমের সামনে আক্রান্ত যুবক যাতে কোনও কথা না বলেন তা নিয়েও ওই তৃণমূল কর্মীরা সাগরকে হুমকি দেন।যদিও পরে সাংবাদিকদের কাছে নিজের ক্ষোভ উগরে দেন তিনি।প্রথমে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে আক্রান্ত যুবকের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়ে নেন মন্ত্রী রথীন।

চড় মারা প্রসঙ্গে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, ‘আমি এটা দেখিনি। যদি এমন কিছু হয়েও থাকে তা ঠিক হয়নি।’ পাশাপাশি তিনি বলেন, ‘সুরক্ষা কবচে যা যা আছে আমরা দেওয়ার চেষ্টা করি। এখানে সব রাজনৈতিক দল আছে, আমরা সবারটাই শুনছি।’

মন্ত্রী বলেন, ‘খেলার মাঠে কে গাছ কেটেছে, আজ এই সমস্যার কথা আসবে‌ কেন? এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এর মধ্যে আমরা কেন যাব!’ তাঁর কথায়, ‘কেউ ব্যক্তিগত এজেন্ডা নিয়ে এসেছে, এসব অনুযোগ-অভিযোগ জানানোর অন্য ব্যবস্থা আছে।’

তিনি আরও বলেন, ‘আমরা তো সকলের অভিযোগ শুনছি, কেউ যদি ব্যক্তিগত এজেন্ডা নিয়ে এসে কর্মসূচি বানচালের চেষ্টা করে, তাহলে তা আলাদা বিষয়।’

 

আরো পড়ুন:Sananda Basak: বিয়ে করে মহা সমস্যায় পড়লেন সানন্দা, কিন্তু কেনো?