বৃহস্পতিবার বিজেপি সাংসদ সৌমিত্র খা-র নরেন্দ্র মোদীকে স্বামী বিবেকানন্দের সঙ্গে মন্তব্যে করার জন্য তীব্র সমালোচনা করেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।রথীন ঘোষ বলেন,-“কোথায় স্বামীজী!আর কোথায় মোদি!দু’জনের নাম এক করে গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে।স্বামী বিবেকানন্দ একজনই হবেন!তাঁর বিকল্প কেউ হবেন না।আসলে মোদিকে খুশি করতেই এই ধরণের রাজনৈতিক মন্তব্য করা হচ্ছে”।

মূলত,’মা সারাদা মমতা বন্দ্যোপাধ্যায়ের রূপে জন্ম নিয়েছেন।’ গত বছর জুনে এই দাবি করে প্রবল বিতর্ক তৈরি করেছিলেন তৃণমূল বিধায়ক ডাঃ নির্মল মাজি।আর বৃহস্পতিবার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বললেন, ‘স্বামীজিই নরেন্দ্র মোদী হয়ে জন্মগ্রহণ করেছেন।’তারপরই সৌমিত্রকে এই নিয়ে মন্তব্য করতে গিয়ে রাজনৈতিক যোগ খুঁজে পেলেন মন্ত্রী।

পাশাপাশি,সংবাদমাধ্যমের সম্মুখীন হয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিলের জুতো পরে স্বামীজীর মূর্তিতে মাল্যদান করাকেও এদিন কটাক্ষ করেন রথীন ঘোষ।বলেন,-“এটা তো শিষ্টাচারের ব‍্যাপার!যার যেরকম শিষ্টাচার,সে তাই-ই করেছে।ওরা(বিজেপি)তো সবসময় স্বামীজীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে এসেছে।তাই,ওদের সম্পর্কে আর কি বলব”!

আরো দেখুন:Taapsee Pannu : আসন্ন ফিল্ম “ফির আয়ি হাসিন দিলরুবার” পোস্টার শেয়ার করলেন তাপসী পান্নু!