মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার জয় শ্রীরাম স্লোগানের মুখোমুখি হলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। পূর্ব মেদিনীপুরের খেজুরিতে ঘটেছে এমন ঘটনা।এদিন ‘জয় বাংলা’র মাঝে চড়া গলায় ‘জয় শ্রীরাম’ স্লোগান শুনে থেমে যান কুণাল ঘোষ।কিন্তু কে তুললেন সেই স্লোগান?ভিড়ের মধ্যে তা বোধগম্য হল না।কারণ,স্লোগান দেওয়ার পরই লুকিয়ে পড়েন তিনি।
তবে দিদিমনির স্টাইলে নয়, বরং গান্ধীগিরি পথেই গেরুয়া সমর্থককে কুপোকাত করার কৌশল নিতে দেখা যায় এদিন কুণালকে।জয় শ্রীরাম স্লোগান শুনে পালটা হেসে আড়ালে চলে যাওয়া ব্যক্তিকে ডেকে কুণাল বলেন, ‘সামনে আসুন, কোনও অসুবিধা নেই। সামনে এসেই বলুন।’ তবুও তিনি সামনে আসেননি। এরপর কুণাল ঘোষ হাত বাড়িয়ে দেন তাঁর দিকে। তখন তিনি সামনে এসে হ্যান্ডশেক করেন তৃণমূলের মুখপাত্রের সঙ্গে।
এরপরই সবাইকে নতুন বছর ভালো কাটার বার্তা দেন কুনালবাবু।পাশাপাশি গেরুয়া সমর্থকদের উদ্দেশে বললেন,স্লোগান দিন, ক্ষতি নেই।তবে দিদির প্রকল্পগুলির সুবিধা নিতে কিন্তু ভুলবেন না।
এদিন কুণাল জানিয়েছেন, ”এত ভিড়ের মধ্যে এক-দু পারসেন্ট নিশ্চয়ই ছিলেন অন্য দলের। খেলার মাঠ থাকতেই পারেন। তাদের দু’একজন অন্য স্লোগান দিচ্ছিলেন। আমরা জয় বাংলা বলেছি, ওনারা জয় অন্য একটি কিছু বলেছেন। তবে আমি একজনকে দেখলাম, যত এগিয়ে যাচ্ছি উনি তত পিছিয়ে, লুকিয়ে স্লোগান দিচ্ছেন। আমি বললাম ভাই এগিয়ে আসুন, স্লোগান দিন।” এখানেই থামেননি কুণাল। তিনি স্লোগান যারা দিচ্ছিলেন তাদের উদ্দেশ্যে বলেন, তারা যা ইচ্ছা স্লোগান দিন, কিন্তু রাজ্য সরকারের সব প্রকল্পে যেন নাম নথিভুক্ত করে নেন। তাহলে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরক্ষা কবচের মধ্যে থাকতে পারবেন।
তবে কুণাল এদিন যেভাবে ঠাণ্ডা মাথায় জয় শ্রীরাম স্লোগানকে সামলালেন মমতা কেন সেই পথে হাঁটলেন না, সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে।দিদি কি এবার কুণালের দেখানো পথ অনুসরণ করবেন?এখন নয়া এই জল্পনায় ফুটছে রাজ্য রাজনীতি।
আরো পড়ুন:Projapoti: দেবের সাথে কতদিনের সম্পর্ক মিঠুন চক্রবর্তীর? কি বললেন দেব?