এই প্রথম অশোকনগর বিধানসভার বিধায়ক নারায়ন গোস্বামীর (Narayan Goswami) উদ্যোগে শুরু হতে চলেছে অশোকনগরে মেলা।আর সেই মেলা শুরু হওয়ার আগে বৃহস্পতিবার এক বৈঠক করেন নারায়ন গোস্বামী।যেখানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন,সভানেত্রী কৃষ্ণা চক্রবর্তী,পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার,পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আরিফুল,সমস্ত গ্রাম পঞ্চায়েত প্রধান সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গরা।

এদিনের এই বৈঠকের মাধ্যমে জানা যায়,এই মেলা শুধু বিনোদনের জন্য নয়।এই মেলায় রয়েছে আধ্যাত্মিকতা,সংস্কৃতির বন্ধন।একদিকে যেমন শিশুদের মনোরঞ্জন করা হবে,তেমনি নানা প্রতিযোগিতা থাকবে সবার জন্য।এছাড়া এই মেলায় মেল বন্ধন ঘটবে এপার ওপার বাংলার সুরের সাথে।দুই দেশের বিখ্যাত সঙ্গীত শিল্পীরা তাদের সঙ্গীত পরিবেশনের মাধ্যমে মন ভোলাবে দর্শকদের।সাথে আবার নৃত্য,হস্তশিল্পর কারুকার্য এই মেলায় হবে।আরো জানানো হয়েছে,মেলার প্রথম দিনে উপস্থিত থাকবেন পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম,খাদ্য মন্ত্রী রথীন ঘোষ,বন মন্ত্রী জ্যোতি প্রিয় মল্লিক,সেচ মন্ত্রী পার্থ ভৌমিক,দমকল মন্ত্রী সুজিত বসু,সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সহ বিশিষ্ট ব্যক্তি বর্গরা।এবং সকলের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে এই মেলা শুরু হবে।

এই মেলা প্রসঙ্গে এদিন বিধায়ক বলেন,-“এক বর্ণাঢ্য মেলার আয়োজন করা হচ্ছে অশোকনগরে।আমি এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়,স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো।আমাদের দৃঢ় বিশ্বাস অশোকনগরের এই মেলা রাজ্যের প্রথম পর্যায়ে পৌঁছবে।”

 

আরো পড়ুন:Awas Yojana:আবাস দুর্নীতি খতিয়ে দেখতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় তদন্তকারী দল