সামনেই পঞ্চায়েত ভোট।তার আগে গ্রামগঞ্জের মানুষের সামাজিক সুরক্ষার বার্তা নিয়ে নয়া স্লোগান নিয়ে মাঠে নামতে চলেছে তৃণমূল।তা হল,’দিদির সুরক্ষা কবচ’।আর গ্রামগঞ্জে সুরক্ষার সেই বার্তার আগেই এই নিয়ে মঙ্গলবার মধ্যমগ্রামে এক সাংবাদিক বৈঠক করেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar)।

তিনি জানান,১০ তারিখে এই নিয়ে সময়সূচী করা হবে।তারপর ১১ তারিখ থেকেই আমরা ঘুরবো গ্রামগঞ্জে।এরপরই দিদির এক একটি করে প্রকল্পের খতিয়ান তুলে ধরেন সাংসদ।বলেন,-“আগে আমরা দেখতাম বাচ্চা বাচ্চা মেয়েদের বিয়ে দিয়ে দিত তাদের পরিবার।কিন্তু এখন এটা কমেছে।সবটাই মুখ্যমন্ত্রীর জন্য।এখন মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে পশ্চিমবাংলায় কিশোরদের থেকে বেশি সংখ্যায় কিশোরীরা পরীক্ষা দিচ্ছেন।মুখ্যমন্ত্রী ঐক্যশ্রী, শিক্ষাশ্রী এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে লক্ষ্য টাকার দেওয়ার ফলে বর্তমানে পড়াশোনায় উন্নতি হয়েছে।”

পাশাপাশি এদিন সাংসদ যারা গ্রামে গ্রামে যাবেন তাদের জন্য একটি ব্যাচ,এবং ব্যান্ডের কথা ঘোষণা করেন।যেখানে দেখা যায় মুখ্যমন্ত্রীর সব প্রকল্পের কথা তুলে ধরা হয়েছে।এরপরই সাংসদ বলেন,-“এই পশ্চিমবাংলায় মানুষ আবাস,খাদ্য,শিক্ষা এবং রোজগারের সহযোগিতা পেয়েছে।ফলে আর কোনো পরিবার অসুবিধার মধ্যে নেই।এই সব টাই আমরা গ্রামে গ্রামে সাধারণ মানুষের কাছে তুলে ধরব।মানুষের চেতনার বিকাশ ঘটোবো।”পাশাপাশি কেন্দ্র সরকারকে তোপ দেগে সাংসদ বলেন,-‘বাংলা কোনো উন্নয়ন করলেই,সবকিছুই যেনো কেন্দ্র বিরোধী হয়।’

 

আরো পড়ুন:Dilkhush Trailer Out : প্রকাশ্যে এলো রাহুল মুখোপাধ্যায়ের দিলখুস ছবির ট্রেলার