অতিরিক্ত মাইক বাজানো নিয়ে অতিষ্ট বারাসাতবাসী (Barasat)। তারপরও নীরব প্রশাসন।এমনি অভিযোগ ঘিরে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত চাপাডালি মোড় সংলগ্ন এলাকা।স্থানীয় মানুষদের অভিযোগ,প্রত্যেকটি সংস্থাকেই তাদের মাইক বাজানোর বিষয়ে বলতে গেলেই বলা হয় প্রশাসনের বৈধ অনুমতি নিয়েই তারা মাইক বাজাচ্ছেন।যার যা অভিযোগ তাকে প্রশাসনের কাছেই জানাতে হবে।এ বিষয়ে চাপাডালি মোড় সংলগ্ন এলাকায় কতব্যরত পুলিশ কর্মীদের অভিযোগ জানালে তারা বেশিরভাগ সময়ই এড়িয়ে যান।প্রশাসনের কাছে বাসিন্দারা দাবি জানান,কম আওয়াজে যাতে মাইক বাজানো যায় তার ব্যবস্থা প্রশাসন যাতে করে।

এক চিকিৎসক এই বিষয়ে জানান,-“সকাল থেকে রাত পর্যন্ত তারস্বরে এই মাইক বাজানোর কারণে চেম্বারে বসে রোগীও দেখতে পারছি না।বাড়িতে মোবাইলে কারোর সাথে কথা বলা যায় না।এমনকি ঘরের মধ্যেও থাকা যাচ্ছে না।আর এদিকে প্রশাসন একপ্রকার নীরব দর্শকের ভূমিকা নিয়েছে।”পাশাপাশি এই বিষয়ে বিশিষ্ট আইনজীবি সুশান্ত কুন্ডু বলেন,-“বারাসাতের চাপাডালি মোড় একটি ব্যস্ততম এলাকা।আর এই ব্যস্ততম এলাকাতেই ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত চলছে মাইক।একটা প্রোগ্রাম শেষ হতে না হতেই আর একটি প্রোগ্রাম চালু হয়ে যাচ্ছে তাদের।আমরা বারবার এই বিষয়ে অভিযোগ জানালেও কোনো সুরাহা পাওয়া যায়নি।আমরা দাবি জানাই,এই মাইকের আওয়াজ যাতে একটু কমানো যায়।”

এদিকে এই অভিযোগ সামনে আসার পরই মহকুমা শাসক সোমা সাউ আশ্বাস দিয়ে জানিয়েছেন,-‘সম্পূর্ন বিষয়টি খতিয়ে দেখা হবে।’এখন চাপাডালি মোড় সংলগ্ন এলাকার বাসিন্দারা কবে এই শব্দ দূষণের হাত থেকে বাঁচবে এখন সেই দিকেই তাকিয়ে আছেন সকলে।

 

আরো পড়ুন:Panihati:বিধায়কের উপস্থিতিতে পানিহাটিতে ‘নমামি গঙ্গে’ প্রকল্পের সূচনা