সম্প্রতি কেন্দ্রের তরফে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এবার সেই নিয়ে সরব হলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সম্মুখীন হয়ে খাদ্যমন্ত্রী বলেন,-“প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা বন্ধ করে দেওয়া হচ্ছে।কিন্তু,কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল,জানি না।কেন কেন্দ্রের মনে হল,আর কারও এই প্রকল্পের প্রয়োজনীয়তা নেই?আমরা মনে হয়,বিষয়টি কেন্দ্রের আরও একবার বিবেচনা করে দেখা উচিত।”

মূলত, কিছুদিন আগেই প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা বন্ধের কেন্দ্রীয় সিদ্ধান্তের সমালোচনা করেছেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসুও।এদিন সেই প্রসঙ্গ টেনে এনে খাদ্যমন্ত্রী বলেন,-“কোভিড এখনও শেষ হয়নি।কিছু দেশে এটি এখনও খুব বেশি ছড়াচ্ছে।কোভিড যে অর্থনৈতিক সীমাবদ্ধতার সূচনা করেছিল,তাও দেশের মানুষ এখনও পুনরুদ্ধার করতে পারেনি।তাই দেশের মানুষের স্বার্থে কেন্দ্রকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে।”

পাশাপাশি জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের সম্ভাব্য নাম বদল নিয়েও ক্ষোভ প্রকাশ করেন রথীন ঘোষ।তিনি বলেন,”শুনছি,জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের নাম বদলে দেওয়া হবে।সেটি করে দেওয়া হবে প্রধানমন্ত্রী খাদ্য সুরক্ষা যোজনা।এটা কেন হবে?যাঁদের এখানকার নাম বদলে প্রবল আপত্তি রয়েছে, তাঁরাই আবার কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে দেওয়ার কথা বলছেন!এটা তো হয়েছিল রাজীব গান্ধির আমলে।তাহলে এমনটা কেন করা হবে?”

 

আরো পড়ুন:Modi-Mamata:রাত পোহালেই উদ্বোধন বন্দে ভারত এক্সপ্রেসের!একই মঞ্চে মোদি-মমতা