সকালে তৃণমূল ছেড়ে বিকেলেই বিজেপিতে যোগ দিয়েছেন নলহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান বিপ্লব ওঝা।আর যা নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল।বুধবার নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে গিয়ে বিপ্লব ওঝার এই দলবদল নিয়ে প্রতিক্রিয়া দেন বিজেপি সর্ব-ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।তার কথায়,-“অনেকেই আসতে চাইছেন।বীরভূমে কিছু লোক করে খাচ্ছিল।তৃণমূলের ভালো লোকেরাও সমাজের চোখে ছোট হয়ে যাচ্ছিলেন।তারা আত্মগ্লানিতে ভুগছেন।এরাই দল বদল করে আসতে চাইছেন।”

পাশাপাশি ২০২২ সালটা কেমন কাটালেন,বর্ষশেষে সেকথাও এদিন নিজের মুখেই জানান দিলীপ বাবু।বলেন,-“এই বছরটা খুবই পজিটিভ।এতো বছরের দুর্নীতির পর্দা ফাঁস হয়েছে ২০২২-এ।সবাই জানতে পেরেছে কোথায় কোথায় কিভাবে দুর্নীতি হয়েছে।আদালতের প্রতি মানুষের বিশ্বাস বেড়েছে।এই কেলেঙ্কারি বাংলার মানুষের চোখ খুলে দিয়েছে।আমরা বিশ্বের পঞ্চম অর্থনীতি দেশ হয়েছি।ব্রিটেনকে পিছনে ফেলেছি।আর বাংলা দুর্নীতির নয়া রেকর্ড গড়েছে এবছরে।তবে ২০২৩ আরো ভালো যাবে।”

এর সঙ্গে দার্জিলিংয়ে অনাস্থা ভোট প্রসঙ্গে বিজেপি নেতার বক্তব্য,-“ওখানে যা রাজনীতি চলছে, তাতে ওখানকার মানুষ সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।তৃণমূল জোর করে ঝান্ডা গড়ার চেষ্টা করেছিল।পারেনি।দালাল দিয়েও পারেনি।গুরুং-এর উপর সাধারণ মানুষ বিশ্বাস রেখেছিল।তিনি পারেননি।ওখানকার সাধারণ মানুষের জন্য খারাপ লাগে।”

 

আরো পড়ুন:Vicky Kaushal : রাজস্থানে ছুটি কাটাচ্ছেন ভিকি কৌশল! ক্যামেরা বন্দী মুহুর্ত শেয়ার করলেন ইনস্টাগ্রামে