বারাসাতের (Barasat) সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদারের (Kakoli Ghosh Dastidar) নির্দেশে এক গুরুত্বপূর্ন পদক্ষেপ নিল এবার বারাসাত পৌরসভা।দেখা যায়,মঙ্গলবার সকালে বারাসাত শহরের বিভিন্ন পার্ক থেকে ঋষি মনিষীদের আবক্ষ মূর্তি জল স্প্রে করে ধোয়ানো হয়।একই সাথে বিভিন্ন পার্কে থাকা মডেলগুলিও পরিস্কার করা হয়।পাশাপাশি রাস্তাও জল দিয়ে ধোয়ানো হয়।

এদিনের এই উদ্যোগ প্রসঙ্গে বারাসাত পৌরসভার পৌরপারিষদ সদস্য (জঞ্জাল) সৌমেন আচার্য্য বলেন,-“আমাদের মাননীয় সংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার উনি আমাদের বারবার বলেন বারাসাত পুরসভায় ভালোভাবে কাজ হচ্ছে নাকি,তা দেখতে।এরমধ্যে তিনি এবার আমাদের নির্দেশ দেন বারাসাতে মনিষীদের ছবি যেন প্রতি সপ্তাহে ধোঁয়া হয়।তার জন্য আজকে আমরা ঋষি মনিষীদের মূর্তি গুলো পরিষ্কার করলাম।আসলে সাংসদ চান বছর শুরু আগে বারাসত শহর পরিস্কার এবং ঝা চকচকে হোক।আর পৌরসভা এদিন সাংসদের সেই দায়িত্বই পালন করলো।”

এই প্রসঙ্গে এদিন বারাসাতের স্থানীয় বাসিন্দা বিশিষ্ট আইনজীবি সুশান্ত কুন্ডু বলেন,-“বারাসাত শহরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু ইতিহাস।যাদের জন্য আমরা স্বাধীনতা পেয়েছি।সেই ঋষি মনিষীদের ছবি আজ ধুলোর আস্তরণ ঢাকা পড়ে গিয়েছিল বারাসাতে।এই নিয়ে আমাদের দীর্ঘদিনের অভিযোগ ছিল।তবে বছর শুরু আগে যে উদ্যোগ সাংসদ নিলেন,এবং পৌরসভা সেই দায়িত্ব যেভাবে নিষ্ঠার সঙ্গে পালন করলেন তা সত্যি প্রশংসনীয়।”

 

আরো পড়ুন:Tunisha Sharma Death : শেষকৃত্য সম্পন্ন করা হল অভিনেত্রী তুনিশা শর্মার