বারাসাতের (Barasat) প্রতিটি বাড়ি থেকে বর্জ্য পদার্থ দূর করার জন্য বারাসাত পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড থেকে এবার এক গুরুত্বপূর্ন পদক্ষেপ নেওয়া হলো।দেখা যায় বৃহস্পতিবার বারাসাত পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের প্রতিটি বাড়ি থেকে পৃথকিত বর্জ্য সংগ্রহ করার কাজের সুচনা করা হয়।পাশাপাশি বর্জ্য পদার্থ বাড়িতে রাখলে কতটা ক্ষতি হতে পারে সেই সম্পর্কেও সচেতন করা হয়।

আর এদিনের এই অনুষ্ঠানের সূচনাকালে উপস্থিত ছিলেন,বারাসাত পৌরসভার পুর পরিষদ সদস্য (জঞ্জাল) সৌমেন আচার্য্য,পৌর প্রতিনিধি নিলিমা মন্ডল সহ পুরসভার কর্মীরা।তবে এদিনের এই বর্জ্য পদার্থ সংগ্রহ করার কাজের সূচনা ১৭ নম্বর ওয়ার্ড থেকে হলেও,এটি প্রতিটি ওয়ার্ডেই করা হবে,এমনি কথা এদিন জানান সৌমেন আচার্য্য।বর্জ্য পদার্থ সংগ্রহ করা প্রসঙ্গে এদিন সৌমেনবাবু বলেন,-“আজ সাফাই কর্মীদের দ্বারা প্রতিটি ওয়ার্ড থেকে বর্জ্য পদার্থ সংগ্রহ করে তা নির্দিষ্ট স্থানে ফেলা হলো।এখন থেকে বারাসাত পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এই কাজ চালু থাকবে।”

তিনি আরো বলেন,-“আসলে এই উদ্যোগ নেওয়ার পিছনে আমাদের অনেকগুলো কারণ আছে।প্রথমত আবারও চোখ রাঙাচ্ছে করোনা।দুবছর যে ভাবে প্রাণ গিয়েছেন সাধারণ মানুষেরা,তার পুনরাবৃত্তি আর চাই না।তবে শুধু করোনা নয়,এই নোংরা আবর্জনা থেকে আরো অনেক কিছু রোগও বাসা বাঁধতে পারে।তবে অনেকেই এই বিষয়ে সচেতন নয়।নিজেদের ঘরে নোংরা আবর্জনা রেখে দেন।তবে সেগুলি এবার থেকে নিখুঁতভাবে খতিয়ে দেখে তা পরিষ্কার করা হবে।আমাদের দ্বারা যতটা করনীয় আমরা করবো।তবে সাধারণ মানুষদেরও সচেতন থাকতে হবে।সবার সহযোগিতা না থাকলে এই কাজে সফল হতে পারবো না আমরা।”

 

আরো পড়ুন:Bibartan Saha:সামাজিক কাজের মাধ্যমে ছেলের জন্মদিন পালন করলেন কাউন্সিলার