‘পুলিশকে আছাড় মারব’ রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার মন্তব্যকে ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি।এবার বেচারাম মান্নার এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
সোমবার কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে দিলীপ ঘোষ বলেন,-“শুভেন্দু আইপিএস দের লাগেজ প্যাক করে রাখতে বলেছিলেন।মারতে বলেন নি।তাতেই সংবিধান বিরোধি সহ কত কিছু বলা হল।আর মমতা ব্যানার্জি বলেন,পুলিশকে চাবকানো দরকার,তাদের নেতা বলে পুলিশকে বোম মারুন,আছাড় মারুন।আমরা মারিনি।আমরা গণতন্ত্র মানি।যারা মানেনা,তারা পুলিশকে তাদের মত করে পরিচালনা করতে চায়।যখন পারেনা, তখন এসব বলে।”
তিনি আরো বলেন,-“যারা পার্টিতে গুরুত্ব পায়না,রাজনীতিতে গুরুত্ব পায়না,তারা নিজের অস্তিত্ব রক্ষা করতে এ ধরনের মন্তব্য মাঝেমধ্যেই করে।যাদের কোনো জনভিত্তি নেই,তারা এই ধরনের কথা বলেন।” যদিও বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা মারের বদলে মার দেওয়ার নিদান প্রসঙ্গে এদিন দিলীপবাবু বলেন,-”ঠিক বলেছেন।মার খাওয়ার জন্য আমরা রাজনীতি করি না।যেখানে সুযোগ পাব,যোগ্য জবাব দেব।”
আরো পড়ুন:Partha Bhowmick:কেষ্টপুর খালের সমস্যা সমাধানে এগিয়ে এলেন সেচমন্ত্রী