গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এবার রাতের অন্ধকারে মধুচক্র চালানোর অভিযোগ উঠল।শুধু তাই নয়, অফিস থেকে পঞ্চায়েতের কাজ সংক্রান্ত ফাইলও লোপাট করা হয়েছে বলে অভিযোগ ওঠে।আর যাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে (Nandigram)।
সূত্রের খবর,মঙ্গলবার গভীর রাতে গোকুলনগর পঞ্চায়েত অফিসে এক মহিলাকে ঢুকতে দেখা যায়।তাঁর সঙ্গে ছিলেন পঞ্চায়েত অফিসের সচিব।এই ঘটনার খবর পেয়ে পঞ্চায়েত অফিসের সামনে জড়ো হন বিজেপি সমর্থকরা।এরপর ক্রমশ বাড়তে থাকে উত্তেজনা।পরিস্তিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে নন্দীগ্রাম থানার পুলিশ।রাতেই পুলিশ পঞ্চায়েত অফিস থেকে এক মহিলাকে আটক করে নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,আটক হওয়া মহিলার বাড়ি কোলাঘাট এলাকায়।আরও বেশ কয়েকজন অপরিচিত মহিলা পঞ্চায়েত অফিসে রয়েছে এই অভিযোগ তুলে রাত থেকে অবস্থান বিক্ষোভ করছে বিজেপির কর্মী সমর্থকরা।তাঁদের অভিযোগ, পঞ্চায়েত অফিসে রাতের অন্ধকারে শুধু ফাইল লোপাট নয়,বাইরে থেকে মহিলা এনে মধুচক্র চালানো হচ্ছে।গোটা বিষয়ের তদন্ত শুরু করেছে পুলিশ।এদিকে এই ঘটনা প্রসঙ্গে এখনো তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরো পড়ুন:Balurghat:বালুরঘাটে বিডিওকে মারধরের অভিযোগ!প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ,গ্রেফতার বিজেপি নেতা