আজ আহমেদাবাদে ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।প্রধানমন্ত্রী আহমেদাবাদ শহরের রানীপ এলাকার একটি উচ্চ বিদ্যালয়ের বুথে ভোট দিয়েছেন।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি সাংসদ অমিত শাহ (Amit Shah) ভোট দেন নারাণপুরা এলাকার পুরসভার অফিসে তৈরি বুথে।

 

মূলত,সকাল থেকেই গোটা দেশের নজর রয়েছে গুজরাটের ৯৩ টি আসনের দিকে।আজ ১৪টি জেলা জুড়ে ৯৩টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ২.৫ কোটিরও বেশি ভোটার ৮৩৩ জন প্রার্থীর মধ্যে থেকে বিধায়ক নির্বাচন করার জন্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।সেইমতো ভোট দিতে সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ রানিপের নিশান পাবলিক স্কুলে পৌঁছন মোদী।আসার সময় জনতাকে নিজস্ব কায়দায় হাত নেড়ে এবং নমস্কার জানিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।বুথ পর্যন্ত হেঁটে যাওয়ার সময় রাস্তার দু’পাশে থাকা জনগণকে ‘মোদী, মোদী’ বলে সমস্বরে স্লোগান দিতেও দেখা গিয়েছে।

ভোট দিয়েই তিনি দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন।তিনি বলেন,-“গুজরাট, হিমাচলপ্রদেশ ও দিল্লিতে ব্যাপক আড়ম্বরে পালিত হচ্ছে গণতন্ত্রের উত্‍সব।আমি দেশের মানুষকে ধন্যবাদ জানাতে চাই।শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনার জন্য আমি নির্বাচন কমিশনকেও অভিনন্দন জানাতে চাই।”

এছাড়াও জানা গিয়েছে,গুজরাতের দ্বিতীয় দফার ভোটদান পর্বে প্রধানমন্ত্রীর পাশাপাশি ভোট দিয়েছেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল।সাড়ে ১০টার কিছু ক্ষণ পরে আমদাবাদের নারানপুরায় এসে ভোট দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ছেলে জয় শাহ-সহ তাঁর পরিবারের বাকি সদস্যরা।

 

আরো পড়ুন:Shraddha Walkar:শ্রদ্ধা হত্যা মামলায় বিতর্কিত মন্তব্য মোদী সরকারের মন্ত্রীর