স্বচ্ছ নিয়োগের দাবি তুলে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির সামনে বিক্ষোভ শুরু করলেন নার্সিং পড়ুয়ারা (Nursing Students)।দেখা যায় মঙ্গলবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দফায় দফায় বিক্ষোভ শুরু করেন তারা।তাদের দাবি,বেআইনিভাবে নিয়োগ হয়েছে,নার্স নিয়োগে সীমাহীন দুর্নীতির বিশ্বাসযোগ্য তদন্ত করতে হবে।

দেখা যায় চাকরি প্রার্থীদের মূল অভিযোগ, নার্সিং-এর নিয়োগ পরীক্ষায় নায্যভাবে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও এখনও তাঁদের নিয়োগ হয়নি, অথচ তালিকায় পিছনের দিকে যাঁদের নাম ছিল, তাঁদের নিয়োগ করা হয়েছে। সে ক্ষেত্রেই অখিল গিরির ভাইঝির নাম সামনে আনছেন তাঁরা। তাঁদের দাবি, সায়না গিরির নাম প্রথম তালিকায় বেরোয়নি, তা সত্ত্বেও তিনি চাকরি করছেন। এই নিয়োগেও দুর্নীতির গন্ধ পাচ্ছেন চাকরি প্রার্থীরা। তাঁদের দাবি, রাজ্যের স্বাস্থ্য মন্ত্রীকে এই নিয়োগ নিয়ে জবাব দিতে হবে।

যদিও মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিঙ্গলগঞ্জে গিয়েছেন,তা সত্ত্বেও তাঁর বাড়ির রাস্তাতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রার্থীরা।কিছুক্ষণ পর তাঁদের সেখান থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ।তবে প্রতিবাদ জানালেই কেন এভাবে আটকানো হবে,তা নিয়ে এদিন প্রশ্ন তুলতে দেখা যায় বিক্ষোভকারীদের।

 

আরো পড়ুন:Gautam Pal:প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের মাঝেই,নয়া বিতর্কে জড়ালেন পর্ষদ