পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বরদা চৌকানে সিপিআইএমের একটি সমাবেশে এসে বিকাশ রঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya) বলেন, গোটা রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেস পরিকল্পনা করে অস্ত্র মজুত করেছে। এইসব করে এতদিন ধরে এরা বামপন্থী কর্মীদের উপর ভয় দেখিয়েছে। আর আজকে যখন বামপন্থী কর্মীরা ওদের ভয় ভেঙে বাড়ি থেকে বেরিয়েছে তখন ওদের নিজেদের মধ্যে মারামারি লেগে গেছে।
তাই কে কত জমি দখল করবে কে কত কাটমানি দখল করবে সেই নিয়ে নিজেদের মধ্যে মারামারি লেগেছে।আর এখন বেরিয়ে পড়ছে সেই অস্ত্র। পুলিশ যদি একদিনে রাজ্যের সমস্ত তৃণমূল কংগ্রেস নেতাদের বাড়িতে রেড করে, তাহলে প্রত্যেকের বাড়ি থেকে প্রচুর অস্ত্র উদ্ধার হবে, সাথে বেআইনি টাকা উদ্ধার হবে।
বঙ্গভঙ্গের নামে মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে চাইছে তৃণমূল ও বিজেপি। ভোটের স্বার্থে তৃণমূল বিজেপি উভয়েই মানুষকে ভুল বুঝিয়ে বিভাজন তৈরি করছে। সিপিআইএমের গ্রাম জাগাও,চোর তাড়াও, বাংলা বাঁচাও এই কর্মসূচীকে সামনে রেখে বরদা চৌকানে সমাবেশের আয়োজন করা হয়। বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক সুশান্ত ঘোষ।
আরও পড়ুন : Mamata Banerjee:সাস্থ্যসাথী কার্ড নিয়ে বিরাট সিদ্ধান্ত মমতার