ব্যাঙ্গালোরে বাঙালি সমাজে বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumder) বহু আগে থেকেই সদস্য।আর তাই বিজয়া এবং দীপাবলীর শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য এবং বক্তব্য রাখার জন্য,ব্যাঙ্গালোরে বাঙালি সমাজে সুকান্তবাবুকে আমন্ত্রণ করেছিলেন।মঙ্গলবার সকালে ব্যাঙ্গালোরে বাঙালি সমাজের সেই বৈঠকে যোগ দিতে কলকাতা বিমানবন্দর থেকে ব্যাঙ্গালোরে উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন তিনি।
সেখানেই এই ডিসেম্বরে রাজ্য সরকারের গতিবিধির প্রসঙ্গ নিয়ে সুকান্তবাবু বলেন,-“আমরা সরকার ফেলে দেওয়াতে বিশ্বাস করিনা।আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারে আসাতে বিশ্বাস করি।সরকার যদি নিজের দোষে নিজে কাঁপে আমাদের কি করার আছে।”অর্থাৎ তিনি কথার ছলে বুঝিয়ে দিলেন,তাদের কিছু করতে হবে।যেভাবে দলের অন্দরে দুর্নীতি প্রকাশ্যে এসেছে মানুষই তাদের বহিষ্কার করবে।সে যায় হোক,এখন এইসব বিষয় সময়ের অপেক্ষা।তবে এদিন শুধু এইসব বিষয় না,আরো একাধিক বিষয়ে নিজের মত ব্যক্ত করেন তিনি।
মূলত,দল বহিষ্কার করলেও,সোমবার পার্থ চট্টোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছে তৃণমূলের কথা।এই প্রসঙ্গে এদিন সুকান্ত কটাক্ষ করে বলেন, ”দেখুন ওনার তো দলের সঙ্গে থাকা উচিত।যার জন্য চুরি করেছেন,তার সঙ্গেই তো থাকবেন,দলের জন্যই তো চুরি করেছেন।”
এরসঙ্গে তিনি নিজের ডান্ডা দেওয়া নিধান নিয়ে ব্যাখ্যা দিয়ে বলেন,”গতকাল (সোমবার) আমি কোথাও বক্তব্য রাখিনি।গত পরশু (রবিবার) আমি বলেছিলাম,যদি তৃণমূল কংগ্রেস আমাদের দুধ দেয় আমরা তাদের পায়েস রান্না করে দেব।তারা যদি আমাদের সঙ্গে গণতান্ত্রিক পদ্ধতিতে ভাল ব্যবহার করে আমরা তার থেকেও ভাল ব্যবহার করব।কিন্তু কেউ যদি বুথ লুঠ করতে আসে তাহলে কি করা উচিত?বুথ লুঠ করতে দেওয়া নাকি আটকানো?আমি সেটাই স্পষ্ট করে বলেছি।”
বর্তমানে গুজরাটে সেতু বিপর্যয় নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক দড়ি টানাটানি।ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে গোটা ঘটনায় বিজেপিকে কটাক্ষ করা হচ্ছে।কংগ্রেসের পক্ষ থেকে আবার সিবিআই তদন্তের দাবি করা হয়েছে। এদিন এই পুরো ঘটনা নিয়ে সুকান্ত বাবু মন্তব্য করেন,”ক্ষমতা থাকলে ওনারা ত্রাণ কার্য চালাক না।ত্রাণ কার্য তো গুজরাট সরকার চালাচ্ছে। গুজরাট সরকারের এফিশিয়েন্সি নিয়ে প্রশ্ন করার আগে নিজের ঘর দেখুন।হড়পা বানে কতজন মারা গেল? রাজ্য সরকারের কোন হেলদোল ছিল!ষাঁড়ের গুতোয় লোক মারা যাচ্ছে এখানে।বিধায়ক কার্নিভাল করাতে এত ব্যস্ত হয়ে গেছে যে ষাঁড়ের গতিতেই লোক মারা যাচ্ছে।”
আরো পড়ুন:BJP:সুকান্তর জায়গায় রাজ্য সভাপতি পদে শুভেন্দু!বড় ভূমিকায় আসবেন দিলীপ ঘোষও