তৃণমূল কংগ্রেসের সাংসদ (Shatrughan Sinha) শত্রুঘ্ন সিনহার ‘নিখোঁজ’ পোস্টার। পোস্টে অনুরোধকারী হিসেবে ‘আসানসোলের বিহারী জনতা’ লেখা রয়েছে।
পোস্টারে লেখা আছে, ‘বিহারী বাবু নামে পরিচিত মাননীয় সাংসদ শত্রুঘ্ন সিনহা জি, বিহারীদের মহাপর্ব ছট পূজায় তাঁর লোকসভা কেন্দ্র থেকে নিখোঁজ রয়েছেন।’
পোস্টার প্রকাশ্যে আসার পর ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কটূক্তি শুরু করেছে।
একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু জানিয়েছেন, শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)ছট পুজোর সময় আসানসোলে থাকবেন।
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও বলেন, “সাংসদের দফতর থেকে সাধারণ মানুষকে সমস্ত পরিষেবা দেওয়া হচ্ছে। সেই পোস্টার কেউ লাগিয়েছে!’
বৃহস্পতিবার সকালে শত্রুঘ্ন সিনহার নিখোঁজ হওয়ার পোস্টারটি স্থানীয় মানুষের নজরে আসে।
স্থানীয় বিজেপি নেতা অমিত গড়াই বলেন, “তিনি বিহারীবাবু নামে পরিচিত, কিন্তু ছট পুজোর সময় তিনি তাঁর এলাকায় থাকেন না।”
তৃণমূল কাউন্সিলর সেলিম আনসারির দাবী, ঘটনার পিছনে রয়েছে বিজেপি। ‘সবই বিজেপির কাজ।
তিনি প্রতি মাসে আসানসোলে আসেন।” তিনি বলেন, ‘২৯ তারিখে তিনি আসছেন। মাসে দুবার আসে। দুর্গা পূজাতেও তিনি এখানে ছিলেন। এ নিয়ে রাজনীতি করা ঠিক হবে না।”
এ প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, ‘এমপির সেবা যে কেউ পাচ্ছে না তা নয়। সবকিছু পাওয়া যায়। অফিস থেকে সকল সেবা প্রদান করা হয়।
শারীরিকভাবে যেখানেই যাওয়ার দরকার সেখানে এমপিরা যান। তাহলে গিয়ে লাভ কি? সেবা না পাওয়া অন্য বিষয় ছিল। সবাই সেবা পাচ্ছে।”