প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ভ্লাদিমির পুতিন।
মস্কোর ‘ভালদাই ডিসকাশন ক্লাবে’ ভাষণ দিতে গিয়ে পুতিন মোদীজির স্বাধীন পররাষ্ট্রনীতির কথা বলেছেন।
তাঁর কথায়, ভারতের প্রধানমন্ত্রী (Narendra Modi) একজন সত্যিকারের দেশপ্রেমিক।
তাঁর বক্তব্য, ‘মোদীর নেতৃত্বে সাম্প্রতিককালে অনেক কিছু হয়েছে। তাঁর নীতিতে ভারতে ব্যাপক উন্নতি হয়েছে।
তাঁর মেক-ইন-ইন্ডিয়া ধারণাটি অর্থনৈতিক এবং নৈতিকতা উভয় দিক থেকেই অত্যন্ত তাত্পর্যপূর্ণ।
ভবিষ্যতে ভারত একটি মহান দেশ হয়ে উঠবে। বিশ্ব রাজনীতিতে তাদের ভূমিকা ক্রমেই বাড়তে চলেছে’।
পুতিন মনে করেন, ‘ভারত ব্রিটিশ ঔপনিবেশিকতা থেকে বেরিয়ে একটি
আধুনিক রাষ্ট্রে তাঁর উন্নয়নে অসাধারণ অগ্রগতি করেছে। প্রায় দেড়শো কোটি মানুষের দেশে এই হারে উন্নয়ন সকলের সম্মান জিতে নিয়েছে’।
পাশাপাশি এদিন তাঁর বক্তৃতায় ভারত-রাশিয়ার সম্পর্কের কথা উঠে এসেছে।
তিনি বলেন, ‘বহু দশকের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে উভয় দেশের মধ্যে। আমাদের মধ্যে কখনও কোনও কঠিন সমস্যা তৈরি হয়নি। একে
অপরকে সমর্থন করেছি। এখনও সেটাই হয়ে চলেছে, আর নিশ্চিত যে ভবিষ্যতেও তাই হবে’।
একইসঙ্গে তিনি বলেছেন, ভারতে কৃষির জন্য সারের জোগান বাড়ানোর কথা নমো তাঁকে বলেছেন। সেই পরিপ্রেক্ষিতে ৭.৬ গুণ সরবরাহ বাড়ানো হয়েছে।
পশ্চিমের দুনিয়াকেও সমতার কথা বলতে হবে। পশ্চিমারা যে খেলাটি খেলছে, তাতে বিশ্বজুড়ে ক্ষমতাই ঝুঁকির মুখে পড়েছে। এটি বিপজ্জনক, রক্তাক্ত এবং আমি এটিকে নোংরা বলব’।
হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, আমেরিকা ও তার শরিক দেশগুলি যা কাজ করেছে তার জেরে তারা সুরক্ষিত নয়।