দীর্ঘদিন ধরে বিক্ষোভ করার পর অবশেষে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও,এখনো পশ্চিমবঙ্গ প্রাথমিক শরীর শিক্ষা টেট (TET) বঞ্চিত চাকরি প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণের কোনো সুযোগই পাচ্ছেন না।

কিছুদিন আগে শারিশিক্ষা ও কর্মশিক্ষার প্রশিক্ষণপ্রাপ্ত টেট পাস চাকরি প্রার্থীরা দেখা করেছিলেন পর্ষদ সভাপতি গৌতম পালের সঙ্গে।শিক্ষাও কর্ম শিক্ষার চাকরি প্রার্থীরা ফর্ম ফিলাপের জন্য আবেদন জানান।কিন্তু কোনো সাড়া পাননি তারা।তাই অবশেষে শুক্রবার এই নিয়ে একটি ডেপুটেশন সল্টলেকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদে জমা দেন তারা।

ডেপুটেশন দিতে এসে তাঁরা দাবি করেন,২০১৪ এবং ২০১৭ টেট পাশদের নিয়ে যে ইন্টারভিউ হচ্ছে,এবং ১১ ই ডিসেম্বর যে নতুন নিয়োগের প্রক্রিয়া শুরু হচ্ছে সেখানেও যেন আমরা সুযোগ পায়,সেই আবেদন নিয়ে এসেছি।তারা আরো বলেন,গত ১৯ তারিখে দেখা করেছিলাম গৌতম বাবুর সঙ্গে।তিনি বলেছিলেন তিনিও চান এই নিয়োগ প্রক্রিয়া শুরু হোক।তিনি বলেছিলেন তার তরফ থেকে যতটা করা সম্ভব তিনি করবেন।তিনি আজ আমাদের তিনি কি জানান সেই জন্য আমরা এসেছি।

এদিকে ডেপুটেশন জমা দিয়ে পর্ষদ সভাপতি গৌতম পালের সঙ্গে দেখা করার পর বেশ আশ্বস্ত দেখা যায় ২০১৪ বিপিএড চাকরিপ্রার্থীদের।তারা জানান,প্রাথমিক শিক্ষা পরিষদের তরফে তাদের দাবি মেনে নেওয়া হয়েছে।পর্ষদ সভাপতি জানিয়েছেন,অন্যান্য যারা বিএড এবং ডিএলএড যেমন ইন্টারভিউতে অংশ নিতে পারছেন।ঠিক তেমনি তারাও পারবেন।এবার শেষ পর্যন্ত কি হয় সেইদিকে চোখ সবার!

 

আরো পড়ুন:TET:পুজোর ছুটির পরই, করুণাময়ীতে টেট আন্দোলনকারীদের মামলার হবে শুনানি!