সোমবার ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হন ঋষি সুনক (Rishi Sunak)।এরপর মঙ্গলবার বাকিংহাম প্যালেসে ডাক পড়ে তাঁর।রাজা চার্লস তাঁর সঙ্গে একান্ত সাক্ষাত্‍ করেন এবং দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাঁকে নিযুক্ত করেন।রাজা চার্লসের সঙ্গে দেখা করে বেরিয়ে মঙ্গলবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বার ব্রিটেনবাসীর উদ্দেশে ভাষণ দেন ঋষি।

১০ ডাউনিং স্ট্রিটের সামনে প্রধানমন্ত্রী হিসেবে দেশের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,আমাদের দেশ গভীর অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়েছে। কোভিডের বিপর্যস্ততার ছাপ এখনও রয়ে গিয়েছে। ইউক্রেনে পুতিনের যুদ্ধ বিশ্বজুড়ে জ্বালানি বাজার এবং সরবরাহ চেইনকে অস্থিতিশীল করে তুলেছে। আমি এই সরকারের এজেন্ডার কেন্দ্রবিন্দুতে অর্থনৈতিক স্থিতিশীলতা ও আস্থার বিষয়টির উল্লেখ করতে চাইব। এর মানে এই যে কঠিন সিদ্ধান্ত আসবে।

এরই পাশাপাশি বক্তৃতায় পূর্বসূরি লিজ ট্রাসের কয়েকটি ভুলের কথাও এদিন মেনে নিয়েছেন ঋষি। ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী এপ্রসঙ্গে বলেন, ‘আমার পূর্বসূরি লিজ ট্রাসকে শ্রদ্ধা জানাতে চাই। এদেশে প্রবৃদ্ধি বাড়াতে চাওয়া ভুল ছিল না। এটি একটি মহত্‍ লক্ষ্য ছিল। ট্রাসের বদলের চেষ্টা আনার নিরলস প্রয়াসকে সম্মান করি। কিন্তু এক্ষেত্রে কিছু ভুল হয়েছে। তবে উদ্দেশ্যমূলকভাবে এই ভুল হয়নি। কিন্তু তবুও এটা ভুল। তবে এবার সেই ভুলগুলি শোধরাতে আমি দলের নেতা নির্বাচিতি হয়েছি। প্রধানমন্ত্রী হিসেবে আমাকে বেছে নেওয়া হয়েছে।’

দলের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি পালনের অঙ্গীকার করেছেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী তথা ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনাক। তিনি বলেন, ‘আমি (ইশতেহারের) প্রতিশ্রুতি পূরণ করব। একটি শক্তিশালী এনএইচএস, আরও ভালো স্কুল, নিরাপদ রাস্তা, সীমান্তে নিয়ন্ত্রণ ও পরিবেশ রক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে নজর দিতে হবে। সশস্ত্র বাহিনীর পাশে থাকব। এমন একটি অর্থনীতি গড়ে তুলতে চাই যা ব্রেক্সিটের সুযোগকে ব্যবহার করে ব্যবসায়িক ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ বাড়াবে, চাকরি তৈরি করবে।’

এদিন প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বক্তৃতায় তিনি উল্লেখ করেন,’দেশে এমন একটি অর্থনৈতিক পরিকল্পনা তৈরি করতে হবে যাতে সরকারের সব দায়ভার সরকার নিজেই নিতে পারে।’তাঁর কথায়,’আমি যে সরকারকে নেতৃত্ব দিচ্ছি সেই সরকার নিজের দেনা নিজেই শোধ করবে।পরবর্তী প্রজন্মকে অর্থাত্‍ আপনার সন্তান এবং নাতি-নাতনিদের ঋণ পরিশোধের জন্য ছেড়ে দেবে না।’

 

আরো পড়ুন:Rishi Sunak:ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে আরো এক ধাপ এগিয়ে গেলো ভারতীয় বংশোদ্ভূতের নাম!