দ্বিতীয়বার বিসিসিআই প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তাঁকে একপ্রকার গদিচ্যুত করা হয়েছে।বিষয়টির সঙ্গে রাজনীতির যোগ দেখছে ক্রীড়া মহল থেকে শুরু করে রাজ্যের শাসকদল তৃণমূল (TMC) কংগ্রেস।আর যা নিয়ে এবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)।

উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে ফুঁসে উঠে মুখ্যমন্ত্রী বলেন, “আমি একটা কথা আপনাদের বলব।সারা বিশ্বের ক্রিকেট প্রেমীদের পক্ষ থেকে বলব, সৌরভ আমাদের গর্ব।সৌরভ দক্ষতার সঙ্গে মাঠেও খেলেছে, প্রশাসনেও কাজ করেছে।ও বিসিসিআই-এর সভাপতি ছিল।আদালত একটা অর্ডার দিয়েছিল, যাতে তিনবছরের টার্ম ওঁকেও দেওয়া হয়েছিল, আরও একজন পেয়েছিলেন।অমিত শাহের ছেলে।”

এরপরেই বিসিসিআই সভাপতি পদ থেকে সৌরভের বাদ পড়া নিয়ে প্রশ্ন করেন তিনি।তিনি বলেন, ”অমিত বাবুর ছেলে রয়ে গেলেন, সৌরভ শুধু বাদ পড়ল।সে থাকুন, আমার কোনও যায় আসে না।কিন্তু সৌরভকে বাদ দেওয়া হল কোন উদ্দেশ্যে?আমি এখনও মনে করি, সৌরভকে যে ভাবে অন্যায় ভাবে বাদ দেওয়া হয়েছে,সেটা একমাত্র পূরণ হতে পারে,জগমোহমন ডালমিয়াও বিসিসিআই থেকে আইসিসি-তে গিয়েছিলেন,সে ভাবে দেখতে গেলে সৌরভও আইসিসির প্রেসিডেন্ট পদের জন্য লড়তে পারেন।”

তারপরেই প্রধানমন্ত্রীকে অনুরোধ করার কথা বলেন মমতা, ”আমি প্রধানমন্ত্রীকে একান্ত অনুরোধ করব, সৌরভকে যেন আইসিসিতে প্রেসিডেন্ট পদে লড়তে দেওয়া হয়।তাঁকে বঞ্চনা করা হয়েছে।কেন?ওঁর দোষ কী!সৌরভ, তোমার জন্য আমারা গর্বিত।”

 

আরো পড়ুন:Menaka Gambhir:ব্যাঙ্ককে যেতে চেয়ে আবারও কলকাতা হাই কোর্টে দ্বারস্থ হলেন অভিষেকের শ্যালিকা!