সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)বিসিসিআই থেকে বেরিয়ে যাওয়ার পরে কি সিএবি সভাপতি পদে বসতে চলেছেন ?এবার বিসিসিআই-এর বিদায়ী সভাপতি সৌরভ গাঙ্গুলিকে নিয়ে তৈরি হয়েছে বড় খবর ।

 

বিসিসিআই সভাপতির পদ থেকে সৌরভ গাঙ্গুলীর বিদায়ের তারিখ ঠিক হয়ে গেছে। ২০১৫ সালে সৌরভ সিএবি-র প্রেসিডেন্ট হয়েছিলেন।এদিন ১৮ অক্টোবর, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মুম্বইয়ে বিসিসিআইয়ের নির্বাচন আয়োজিত হবে।তবে পিটিআই-কে সৌরভ জানান আসন্ন সিএবি-এ নির্বাচনে প্রেসিডেন্ট পদের জন্য লড়তে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

 

সৌরভ গাঙ্গুলী বলেন(Sourav Ganguly) “হ্যাঁ, আমি সিএবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। আমি ২২ অক্টোবর আমার মনোনয়ন দাখিল করার পরিকল্পনা করছি। আমি পাঁচ বছর ধরে সিএবি-তে ছিলাম এবং লোধা কমিটির নিয়ম অনুযায়ী নিয়ম অনুসারে, আমি আরও চার বছর চালিয়ে যেতে পারি,”।

তবে শোনা যাচ্ছে এবার বিসিসিআই পদে বসতে চলেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য তথা টিম ইন্ডিয়ার প্রাক্তন পেসার রজার বিনি। তবে দাদা চলে যাওয়ার খবর শুনে খুশি অনেক বিরাট প্রেমী নেটিজেনরা।